কলকাতা, 21 জুলাই: যাঁর নামে প্রকল্প, সেই মহাত্মা গান্ধির জন্মজয়ন্তীতেই দিল্লি যাওয়ার ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ একশো দিনের কাজের বকেয়া আদায়ে আগামী 2 অক্টোবর দিল্লি যাওয়ার ঘোষণা করেছেন তিনি ৷
শুক্রবার ধর্মতলায় শহিদ দিবসের মঞ্চ থেকে তাঁর ঘোষণা, ‘‘আমরা সবাই দিল্লি যাব ৷ রাস্তায় যদি আটকায়, যেখানে আটকাবেন, সেখান থেকেই দিল্লির আওয়াজ যাবে ৷’’
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ না দেওয়ার অভিযোগ বারবার তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি এই নিয়ে কলকাতার রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশে ধরনাও দেন ৷ অন্যদিকে দিল্লিতে গিয়ে একশো দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার দাবি জানিয়ে এসেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূলের নবজোয়ার কর্মসূচি থেকে পঞ্চায়েত ভোটের প্রচার, সর্বত্রই তিনি দিল্লিতে বাংলার মানুষকে নিয়ে গিয়ে আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন ৷
আরও পড়ুন:'বেটি বাঁচাও' স্লোগানের পরও দেশের মেয়েরা জ্বলছে, বিজেপিকে ঝাঁঝালো আক্রমণ মমতার
শুক্রবার শহিদ দিবসের মঞ্চ থেকে সেই ঘোষণাই করা হল তৃণমূল কংগ্রেসের তরফে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন দিল্লি চলোর ডাক দেওয়ার পাশাপাশি আরও একবার একশো দিনের কাজের বকেয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন ৷