পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 21, 2020, 4:28 PM IST

Updated : Dec 21, 2020, 6:11 PM IST

ETV Bharat / state

বিজেপি চিটিংবাজদের পার্টি, অমিত শাহ মিথ্যা বলছেন : মমতা

অমিত শাহ যা যা বলেছেন আগামীকাল মন্ত্রিসভার বৈঠকের পর তার উত্তর দেবেন । বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

Mamata banerjee
Mamata banerjee

কলকাতা, 21 ডিসেম্বর : নবান্নে সাংবাদিক বৈঠক থেকে অমিত শাহকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সঙ্গে বিজেপিকে চিটিংবাজের দল বলেও আক্রমণ করেন । বলেন, অমিত শাহ দু'দিনের বাংলা সফরে এসে সব মিথ্যা কথা বলেছেন ৷

রাজ্য সফরে এসে অমিত শাহ বারবার অভিযোগ করেছেন যে, কেন্দ্রের একাধিক প্রকল্পের সুবিধা থেকে রাজ্যের মানুষকে বঞ্চিত করছে মমতা সরকার ৷ অপরদিকে মেদিনীপুর কলেজ মাঠে বিজেপিতে যোগ দেওয়ার পর তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন শুভেন্দু অধিকারীও ৷ বলেছিলেন, রাজ্য ও রাজ্যের মানুষের কল্যাণের জন্য বাংলাকে প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতেই হবে ৷ কেন্দ্র-রাজ্যে এক সরকার থাকলে তবেই উন্নতি হবে বাংলার ৷ আজ ওই বক্তব্যের প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ওদের প্রকল্পের 60 শতাংশ টাকা ওরা দেবে ৷ 40 শতাংশ জনগণকে দিতে হবে ৷ মানে রাজ্য সরকারকে দিতে হবে ৷ উলটে রাজ্য সরকার স্বাস্থ্যসাথী করেছে ৷ এই প্রকল্পের 100 শতাংশ টাকা দিচ্ছে রাজ্য ৷ কেন্দ্রের প্রকল্পের সুবিধা পেত দেড় কোটি মানুষ ৷ কিন্তু স্বাস্থ্যসাথীর সুবিধা পাচ্ছে 10 কোটি রাজ্যবাসী ৷ কৃষকদের জন্যেও ওরা একটি প্রকল্প করেছে তাও খুব কম লোকেরা সেই প্রকল্পের সুবিধা পেতেন ৷ যাঁদের দুই একর জমি আছে তাঁরাই পেতেন ৷ কিন্তু যাঁদের এক কাঠা জমি আছে আমরা তাঁদেরও প্রকল্পের অন্তর্ভুক্ত করেছি ৷" এরপরই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে তিনি বলেন, "কোরোনা, আগুন, আমফানের সম্মুখীন হবে রাজ্য সরকার, আর যখন টাকা দেওয়ার প্রশ্ন আসবে তখন বিজেপির প্রতীক দিয়ে দলীয় প্রচার করবে ৷"

আরও পড়ুন :ক্ষমতা-প্রদর্শনের লড়াই, বোলপুরে এবার রোড শো মমতার

আজও কৃষিমন্ত্রকে একটি চিঠি লিখেছেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে আগে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেছিলেন ৷ কিন্তু একটি ভার্চুয়াল বৈঠকে ব্যস্ত থাকায় ফোনে কথা বলা সম্ভব হয়নি ৷ তিনি আরও বলেন, "তিন মাস আগে পিএম কিষাণ সম্মান নিধি স্কিম নিয়ে চিঠি লিখেছিলাম ৷ জানিয়েছিলাম, পশ্চিমবঙ্গে এই স্কিম লাগু করার সিদ্ধান্ত নিয়ে ও প্রয়োজনীয় অর্থ রাজ্য সরকারকে হস্তান্তর করার জন্য চিঠিতে উল্লেখ করেছিলাম ৷ সঙ্গে এও জানিয়েছিলাম এখনও সেই অর্থ এসে পৌঁছায়নি ৷"

আরও পড়ুন : বুঝতেই পারিনি ঘরের লক্ষ্মীটাকেই চুরি করে নিয়ে গেছে : সৌমিত্র খাঁ

আজও ফের এনআরসি, সিএএ ও এনপিআর নিয়ে কেন্দ্রের বিরোধিতায় সরব হন মুখ্যমন্ত্রী ৷ বলেন, "যখন থেকে ওরা আইন পাশ করেছে তখন থেকে আমরা বিরোধিতা করে আসছি ৷ আমি বারবার বলে এসেছি প্রতিটি নাগরিক এই দেশের নাগরিক ৷ মতুয়ারা এই দেশের নাগরিক ৷ বাংলার সকল মানুষের নাগরিকত্ব রয়েছে ৷ আমরা সকলে এই দেশের নাগরিক ৷ তাঁরা ঠিক করতে পারেন না কে এই দেশের নাগরিক ৷ আমরা এনপিআর, এনআরসি, সিএএ বিরোধী ৷ আমরা এই বিষয়গুলোর বিরোধিতা করি ৷ আমার কোনও নাগরিককে দেশের বাইরে বের করতে দেব না ৷"

Last Updated : Dec 21, 2020, 6:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details