পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nitin Gadkari Health: গডকরির অসুস্থতায় উদ্বিগ্ন মমতা, শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ফোন - নীতিন গডকরি

নীতিন গডকরির (Nitin Gadkari) অসুস্থতার খবরে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ ফোন করলেন শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ৷ দিলেন যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ ৷

Mamata Banerjee called Siliguri Police Commissioner to enquire Nitin Gadkari Health condition
Nitin Gadkari Health: গডকরির অসুস্থতায় উদ্বিগ্ন মমতা, শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ফোন

By

Published : Nov 17, 2022, 2:50 PM IST

Updated : Nov 17, 2022, 3:37 PM IST

কলকাতা, 17 নভেম্বর:কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির (Nitin Gadkari) অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তড়িঘড়ি শিলিগুড়ির পুলিশ কমিশনারকে (Siliguri Police Commissioner) ফোন করে ঘটনা সম্পর্কে খোঁজ নিলেন তিনি ৷ নীতিনের চিকিৎসায় যাতে কোনও সমস্য়া না হয়, তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিলেন মমতা ৷

প্রসঙ্গত, উত্তরবঙ্গ সফরে (Nitin Gadkari North Bengal Visit) এসে বৃহস্পতিবারই অসুস্থ হয়ে পড়েন নীতিন (Nitin Gadkari Health) ৷ এদিন শিলিগুড়িতে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় সড়ক যোগাযোগ ও হাইওয়ে মন্ত্রী নীতিন গডকরি ৷ শিলিগুড়ির দাগাপুরের এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করার কথা ছিল তাঁর ৷ কিন্তু, অনুষ্ঠান চলাকালীন মঞ্চেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নীতিন ৷ তড়িঘড়ি তাঁকে নামিয়ে নিয়ে আসা হয় মঞ্চের পাশের গ্রিন রুমে ৷ দ্রুত 'গ্রিন করিডর' তৈরি করে সেখানেই নিয়ে আসা হয় চিকিত্‍সককে ৷ গ্রিন রুমেই শুরু হয় চিকিৎসা ৷ মন্ত্রীকে স্য়ালাইন দেওয়ার বন্দোবস্ত করা হয় ৷

আরও পড়ুন:শিলিগুড়িতে সরকারি অনুষ্ঠানে এসে অসুস্থ কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি

সংবাদমাধ্যমের সৌজন্য়ে এই খবর পৌঁছে যায় রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্নে ৷ তখন সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ৷ সূত্রের দাবি, সংবাদমাধ্যমে নীতিন গডকরির অসুস্থতার খবর দেখামাত্রই উদ্বেগ প্রকাশ করেন তিনি ৷ সঙ্গে সঙ্গে ফোন করেন শিলিগুড়ির পুলিশ সুপারকে ৷ মন্ত্রীর চিকিৎসায় যাতে কোনও খামতি না থাকে, তা নিশ্চিত করার নির্দেশ দেন ৷

এমনিতে নীতিন গডকরির সঙ্গে মমতার ব্য়ক্তিগত সম্পর্ক খুবই ভালো ৷ আগে বহুবারই তার প্রমাণ মিলেছে ৷ এই অবস্থায় রাজনৈতিকভাবে নীতিন ভিন্ন মেরুর মানুষ হলেও মমতা যেভাবে তাঁর জন্য উদ্বেগ প্রকাশ করে দ্রুত তৎপরতা দেখালেন, তা ভালো লেগেছে সংশ্লিষ্ট সব মহলের ৷ তাদের বক্তব্য, ভারতের মতো রাজনৈতিক বৈচিত্রময় দেশ এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এমনটাই হওয়া বাঞ্ছনীয় ৷ সকলেরই প্রার্থনা দ্রুত সেরে উঠুন নীতিন ৷ প্রসঙ্গত, এর আগে 2018 সালেও একবার একই ঘটনা ঘটেছিল ৷ মহারাষ্ট্রে একটি অনুষ্ঠান চলাকালীন মঞ্চেই অসুস্থ হয়ে পড়েছিলেন নীতিন ৷

Last Updated : Nov 17, 2022, 3:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details