হাওড়া, 2 অগস্ট: কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ 100 দিনের কাজের পাশাপাশি একাধিক সরকারি প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র ৷ বারবার তদ্বির করা সত্ত্বেও সেই টাকা দেওয়া হচ্ছে না ৷ আর তার প্রতিবাদেই এবার প্রতি ব্লকে অবস্থান বিক্ষোভ করবে তৃণমূল ৷ বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ৷ একইসঙ্গে, রাজ্যের টাকা আটকে রাখার ক্ষেত্রে রাজ্য বিজেপিকেই এদিন দুষেছেন মুখ্যমন্ত্রী ৷
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এর আগেও একাধিকবার বঞ্চনার অভিযোগে সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব ৷ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় এর আগেই ঘোষণা করেছিলেন, দিল্লিতে গিয়ে ধরনা-অবস্থান করবে তৃণমূল ৷ সেক্ষেত্রে রাজ্য থেকে 100 দিনের কাজের টাকা পায়নি, সেই সব সাধারণ মানুষকে দিল্লিতে নিয়ে গিয়ে বিক্ষোভ দেখানো হবে বলেও জানিয়েছিলেন অভিষেক ৷ এদিন অবশ্য ইস্যু এক থাকলেও দিল্লিতে গিয়ে আন্দোলনের প্রসঙ্গে কিছু বলেননি মুখ্যমন্ত্রী ৷ এদিন বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, "100 দিনের কাজে বাংলা পরপর পাঁচবার প্রথম হয়েছে ৷ যে কাজ করবে তাদের টাকা দিতে বাধ্য 30 দিনের মধ্য়ে ৷ অথচ সাত হাজার কোটি টাকা দিল না কেন্দ্র ৷ সব রাজ্য টাকা পেয়েছে আর বাংলা শূন্য ৷ এক টাকাও দেয়নি ৷"