কলকাতা, 6 অক্টোবর: বিদেশ সফরে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকের পরামর্শ ছিল 10-12 দিন গৃহবন্দি থেকে বিশ্রাম নিতে হবে তাঁকে। ইতিমধ্যে সেই দিন অতিবাহিত হয়ে গেলেও এখনও পুরোপুরি সুস্থ হননি মুখ্যমন্ত্রী। কাজেই এই অবস্থাতে তাঁকে গৃহবন্দী থাকতে হবে আরও কিছুদিন। কিন্তু মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বিষয় তো তাঁর গৃহবন্দী থাকার জন্য আটকে থাকতে পারে না। আর সে কারণেই আগামী বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনেই মন্ত্রিসভার বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পায়ে চোট পাওয়ার পর একাধিক কর্মসূচি বাতিল করেছেন মুখ্যমন্ত্রী । দিল্লির ধরনা অবস্থানেও যাননি তিনি । এমনকী উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির সময় টুইট করে তিনি জানিয়েছিলেন, ঘরে বসেই গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন । এবার বাড়িতেই মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী । ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে বেশ কয়েকজন মন্ত্রীর কাছে এই নিয়ে খবর চলে গিয়েছে। যারা এই মুহূর্তে জেলায় রয়েছে তাদেরও ধীরে ধীরে ক্যাবিনেট বৈঠকের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। যেহেতু মুখ্যমন্ত্রী বাড়িতে ক্যাবিনেট বৈঠক তাই একটা জিনিস স্পষ্ট, মুখ্যমন্ত্রীর এখনও পুরোপুরি সুস্থ হতে আরও কয়েকটা দিন সময় লাগবে।