পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Medhashree for OBC Students: মুখ্যমন্ত্রীর ঘোষণার পর মন্ত্রিসভায় ওবিসিদের জন্য মেধাশ্রী প্রকল্পকে সিলমোহর - রাজ্য মন্ত্রিসভা

গত 11 জানুয়ারি আলিপুরদুয়ারে (Alipurduar) প্রশাসনিক সভার মঞ্চ থেকে ওবিসিদের জন্য স্কলারশিপের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রকল্পের নাম দিয়েছিলেন মেধাশ্রী (Medhashree) ৷ এবার সেই প্রকল্পে সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা ৷

Mamata Banerjee
Mamata Banerjee

By

Published : Jan 30, 2023, 6:01 PM IST

কলকাতা, 30 জানুয়ারি: গত 11 জানুয়ারি প্রশাসনিক বৈঠকে গিয়ে ওবিসিদের জন্য মেধাশ্রী প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ এরপর সোমবার মন্ত্রিসভার বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই মেধাশ্রী প্রকল্পকে মঞ্জুরি দিল সরকার ।

প্রসঙ্গত, উত্তরবঙ্গে গিয়ে হাঁসিমারার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন কেন্দ্রীয় সরকার অন্যান্য অনগ্রসর শ্রেণী (OBC) ও সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তি বন্ধ করে দিচ্ছে । বলেছিলেন, ‘‘আমাদের বাংলায় 17 শতাংশ ওবিসিদের জন্য সংরক্ষণ আছে । আমাদের সরকার এসে এটা করেছি । তবে কোনও জেনারেল কাস্টের কোটা থেকে নিইনি । ওবিসির জন্য প্রজেক্ট ছিল ।’’

তিনি সেদিন আরও বলেছিলেন, ‘‘স্কলারশিপ পেত ওরা । কেন্দ্রীয় সরকার সেটাও বন্ধ করে দিয়েছে । 800 টাকা করে পেত । তবে আপনারা চিন্তা করবেন না । আপনাদের পাহারাদার হিসাবে আমি থাকি সবসময় । আমি শুধু নির্বাচনের সময় কথা বলি না । সবসময় বলি । এই ওবিসি স্কলারশিপের টাকা আমরাই দেব, তোমার দেওয়ার প্রয়োজন নেই । যখন বন্ধ করে দিয়েছ, ভোটের সময় বলতে এসো না ওবিসি ভোট দাও ।’’ তার পরই তিনি মেধাশ্রী প্রকল্পের কথা ঘোষণা করেন ৷

নতুন এই প্রকল্প সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন, ‘‘ওবিসি ছাত্র-ছাত্রীদের 800 টাকা করে দেব । রাজ্য সরকার দেবে । তার নাম দিয়েছি মেধাশ্রী । কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে । তাই ওবিসিদের টাকা যেহেতু আমরা দেব তাই তাদের জন্য একটা নাম দেওয়া উচিত । তাই আমি নাম দিয়েছি মেধাশ্রী । এবার থেকে ওবিসারা পাবেন মেধাশ্রী স্কলারশিপ ।’’

মুখ্যমন্ত্রীর এই দাবির দু’সপ্তাহের মধ্যেই রাজ্য মন্ত্রিসভা (Mamata Cabinet) মেধাশ্রী প্রকল্পের আওতায় ওবিসি ছাত্র-ছাত্রীদের বৃত্তি হিসেবে 800 টাকা দেওয়ার যে প্রকল্প তাকে মঞ্জুরি দিল । এর ফলে রাজ্যে বসবাসকারী ওবিসি সম্প্রদায়ের মানুষ উপকৃত হবেন । যদিও রাজ্য সরকারের এই পদক্ষেপকে তোষণের নাম দিয়েছে বিরোধী শিবির । তাদের তরফ থেকে বলা হচ্ছে, এমনিতেই রাজ্য সরকারের ভাঁড়ারে টাকার সংস্থান নেই । শুধু ভোট ব্যাংকের কথা ভেবেই এই প্রকল্প নেওয়া হচ্ছে । সামনেই পঞ্চায়েত নির্বাচন, মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত ভোট মাথায় রেখেই নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:ওবিসিদের জন্য মেধাশ্রীর ঘোষণা মুখ্যমন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details