কলকাতা, 30 জানুয়ারি: গত 11 জানুয়ারি প্রশাসনিক বৈঠকে গিয়ে ওবিসিদের জন্য মেধাশ্রী প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ এরপর সোমবার মন্ত্রিসভার বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই মেধাশ্রী প্রকল্পকে মঞ্জুরি দিল সরকার ।
প্রসঙ্গত, উত্তরবঙ্গে গিয়ে হাঁসিমারার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন কেন্দ্রীয় সরকার অন্যান্য অনগ্রসর শ্রেণী (OBC) ও সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তি বন্ধ করে দিচ্ছে । বলেছিলেন, ‘‘আমাদের বাংলায় 17 শতাংশ ওবিসিদের জন্য সংরক্ষণ আছে । আমাদের সরকার এসে এটা করেছি । তবে কোনও জেনারেল কাস্টের কোটা থেকে নিইনি । ওবিসির জন্য প্রজেক্ট ছিল ।’’
তিনি সেদিন আরও বলেছিলেন, ‘‘স্কলারশিপ পেত ওরা । কেন্দ্রীয় সরকার সেটাও বন্ধ করে দিয়েছে । 800 টাকা করে পেত । তবে আপনারা চিন্তা করবেন না । আপনাদের পাহারাদার হিসাবে আমি থাকি সবসময় । আমি শুধু নির্বাচনের সময় কথা বলি না । সবসময় বলি । এই ওবিসি স্কলারশিপের টাকা আমরাই দেব, তোমার দেওয়ার প্রয়োজন নেই । যখন বন্ধ করে দিয়েছ, ভোটের সময় বলতে এসো না ওবিসি ভোট দাও ।’’ তার পরই তিনি মেধাশ্রী প্রকল্পের কথা ঘোষণা করেন ৷