পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রধানমন্ত্রীর যশ বৈঠক বয়কটের ইঙ্গিত আগেই দিয়েছিল মমতা, টুইটে দাবি ধনকড়ের - mamata banerjee

ফের মুখ্যমন্ত্রীকে টুইট খোঁচা রাজ্যাপালের ৷ গত 28 মে প্রধানমন্ত্রীর যশ নিয়ে বৈঠকে না যাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ লিখলেন, সদলবলে আগে থেকেই ঠিক করেছিলেন মমতা যে তিনি বৈঠকে যাবেন না ৷ এখন তা নিয়ে মিথ্যা প্রচার হচ্ছে ৷ তাই তিনি টুইট করে সত্যিটা জানালেন ৷

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে টুইট ধনকরের
মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে টুইট ধনকরের

By

Published : Jun 1, 2021, 8:18 AM IST

কলকাতা, 1 জুন : ফের টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ সোমবার মধ্যরাতে মোট তিনটি টুইট করেন তিনি ৷ প্রসঙ্গ ঘূর্ণিঝড় যশের পর প্রধানমন্ত্রীর ডাকা 28 মে'র বৈঠক বয়কট ৷

রাজ্যপালের দাবি, ঘূর্ণিঝড় যশের পর প্রধানমন্ত্রীর ডাকা বৈঠক সদলবলে বয়কট করার পরিকল্পনা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ সোমবার রাত 11টা 46 মিনিটে টুইট করেন তিনি ৷ লেখেন, এনিয়ে মিথ্যা প্রচার হচ্ছে ৷ মুখ্যমন্ত্রীর বৈঠক বয়কটের ইঙ্গিত তিনি তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা একটি মেসেজের মধ্যেই পান ৷ বৈঠকের আগের দিন অর্থাৎ 27 মে রাত 11টা 16মিনিটে তাঁকে ওই মেসেজ করেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, জরুরি বিষয়ে কথা বলতে চান ৷ তারপরই তিনি ফোনে জানান, শুভেন্দু অধিকারী বৈঠকে থাকলে তিনি যাবেন না ৷ কিন্তু এখন তিনি এনিয়ে মিথ্যা কথা বলছেন ৷ তাই সত্য উদঘাটনের উদ্দেশ্যে এই টুইট করেছেন বলে জানিয়েছেন রাজ্যপাল ৷ মুখ্যমন্ত্রীর অহমিকা জনসেবার প্রয়োজনকেও ছাপিয়ে গিয়েছে বলেও কটাক্ষ করেন রাজ্যপাল ৷

পর মুহূর্তেই এই টুইটের থ্রেডে রাজ্যপাল 28 মে অর্থাৎ ওই বৈঠকের দিনটিকে দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর ইতিহাসে 'একটি কালো দিন' বলেও উল্লেখ করেন ৷ লেখেন, দেশের সমস্ত সাংবিধানিক নীতি ছিন্ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন : আলাপন ইস্যুতেও মোদির সঙ্গে লড়াইয়ে বাজিমাত মমতার

ABOUT THE AUTHOR

...view details