পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee Books in School: পৌরস্কুলের লাইব্রেরিতে মমতার লেখা বই, পড়ার সুযোগ পাবে ছোটরা - মমতা বন্দ্যোপাধ্য়ায়

এবার থেকে কলকাতা পৌরনিগেমর লাইব্রেরিতে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের লেখা বই থাকবে ৷ নির্দিষ্ট সময় সেই বই পড়ার সুযোগ পাবে পড়ুয়ারা ৷

Mamata Banerjee Books will be available in Libraries of KMC Schools
পৌরনিগমের স্কুলে মমতার লেখা বই

By

Published : Apr 7, 2023, 6:45 PM IST

কলকাতা, 7 এপ্রিল:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছোটদের জন্য লেখা বিভিন্ন বই পড়তে পারবে কলকাতা পৌরনিগমের আওতাধীন স্কুলগুলির পড়ুয়ারা ৷ এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, "মুখ্যমন্ত্রীর অনেকগুলো মিষ্টি মিষ্টি পদ্যের বই আছে ৷ বাচ্চাদের মন বুঝে তিনি ওগুলো লিখেছেন ৷ খুব ভালো লাগবে ওদের (পড়ুয়াদের) ৷" তবে পৌর প্রশাসনের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন সিপিএমের কলকাতা জেলা কমিটির সম্পাদক কল্লোল মজুমদার ৷ তিনি বলেন, "চরম সাংস্কৃতিক অবক্ষয় ঘটছে ৷ রাজ্য়ে একের পর এক সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে ৷ নানা অছিলায় শিক্ষাব্যবস্থাকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে ৷ আজ স্কুলে মুখ্যমন্ত্রীর লেখা বই রাখছে ৷ পরে স্কুলগুলোতেই পার্টি অফিস তৈরি হবে !"

পৌর কর্তৃপক্ষ অবশ্য এইসব সমালোচনায় পাত্তা দিতে নারাজ ৷ তাদের বক্তব্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজারো কাজের ফাঁকে কখনও ছবি আঁকেন, আবার কখনও লেখালেখি করেন ৷ তিনি যে শুধুমাত্র রাজনীতির কথা লিখেছেন, বড়দের কথা লিখেছেন এমন নয় ৷ কচিকাঁচাদের জন্যও অনেক বই লিখেছেন তিনি ৷ যার মধ্যে অন্যতম হল, মিলন তীর্থ, হাঁটি হাঁটি পা পা, মোদের দেশ, মানুষ পাখি প্রভৃতি ৷ এবার থেকে কলকাতা পৌরনিগমের প্রাথমিক স্কুলগুলিতে এইসব বই থাকবে ৷

সংশ্লিষ্ট পৌর আধিকারিকরা বলছেন, ঘরে মা তাঁর ছোট্ট সন্তানকে যেভাবে সহজ ভাষায় নানা কথা বোঝান, মুখ্যমন্ত্রীও তেমনই সহজ-সরল ভাষায় ছোটদের জন্য বই লিখেছেন ৷ তাই বাচ্চাদের তাঁর লেখা বুঝতে কোনও সমস্যা হবে না বলেও আশা প্রকাশ করছেন পৌর আধিকারিকরা ৷

উল্লেখ্য, কলকাতা পৌরনিগমের অধীনস্ত প্রাথমিক স্কুলের সংখ্য়া 200-এর কিছু বেশি ৷ যার মধ্যে বেশ কিছু স্কুলে ইংরেজি মাধ্যমেও পঠনপাঠন শুরু করা হয়েছে ৷ বিভিন্ন স্কুলে শ্রেণিকক্ষগুলির ভোল বদলে দেওয়া হয়েছে ৷ সঙ্গে তৈরি করা হয়েছে আধুনিক মানের লাইব্রেরি ৷ এখনও পর্যন্ত মোট পাঁচটি স্কুলে এমন লাইব্রেরি তৈরি করা হয়েছে ৷ আগামী দিনে ধাপে ধাপে অন্য়ান্য স্কুলেও এই পরিকাঠামো গড়ে তোলা হবে ৷ আর এই লাইব্রেরিগুলিতেই থাকবে মুখ্যমন্ত্রী লেখা বিভিন্ন বই ৷ বাচ্চারা সেই বই সহজেই সেখান থেকে নিয়ে পড়ার সুযোগ পাবে ৷

আরও পড়ুন:মহানগরের প্রতি ওয়ার্ডে গড়ে উঠছে শিশুদের স্তন্যপান কেন্দ্র

পৌরনিগমের এক আধিকারিক এই প্রসঙ্গে জানান, আগেকার বইগুলিতে লেখা বেশি থাকত ৷ কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায়ের বইগুলিতে ছোট ছোট ছড়া সুন্দর ছবির সঙ্গে উপস্থাপিত করা হয়েছে ৷ স্কুলের যতটুকু সময়, তার মধ্যেই লাইব্রেরি ক্লাসের জন্য খানিকটা বরাদ্দ করা হয়েছে ৷ সেই সময় লাইব্রেরিতে ঢুকে বই পড়ার সুযোগ পাবে ছোটরা ৷ পৌরস্কুলগুলিতে এই লাইব্রেরিকে বলা হচ্ছে, 'গল্প ঘর' ৷ এই গল্প ঘরে ছোটদের পড়ার উপযোগী আরও অনেক বই থাকবে বলে জানিয়েছেন ওই আধিকারিক ৷

ABOUT THE AUTHOR

...view details