কলকাতা, 26 এপ্রিল: মালদায় আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে ঢোকার ঘটনায় পুলিশের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে পাগল মানতে রাজি নন তিনি । বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এই বিষয়ে চক্রান্ত রয়েছে বলে মনে করছেন তিনি ।
প্রসঙ্গত, বুধবার হঠাৎই সকলকে অবাক করে দিয়ে মালদার একটি বাচ্চাদের স্কুলে বন্দুকবাজকে স্কুলে ঢুকে পড়তে দেখা যায় । সপ্তম শ্রেণির ক্লাসে ঢুকে শিক্ষিকা ও পড়ুয়াদের দিকে বন্দুক উঁচিয়ে ধরে তাঁর হুমকি দেওয়ার ছবি এই মুহূর্তে ভাইরাল । এই বিষয়টি নিয়েই এদিন নিজের প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
এদিন মমতা বলেন, ‘‘এই ধরনের ঘটনা ঘটলে যারা ঘটায় তাদের মানসিক ভারসাম্যহীন বলে সাজিয়ে দেওয়া হয় । কিন্তু সব ব্যাপার এত সহজভাবে দেখা ঠিক নয় । এক্ষেত্রে তাহলে 'হস্টেজ' কথাটা শিখল কীভাবে ? বাচ্চাদের এভাবে বন্ধক বানানো যায় এই বুদ্ধিটা তাকে কে দিল ?’’ একই সঙ্গে সকলকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী । ভবিষ্যতে এধরনের ঘটনা আবার ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি ।