পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তিন কোটি ভ্যাকসিন চেয়ে 1 লাখ পেয়েছি, ফের কেন্দ্রকে তোপ মমতার - Mamata Banerjee

ভ্যাকসিন নিয়ে আজ কেন্দ্রকে আক্রমণ করার পাশাপাশি করোনা মোকাবিলায় সাধারণ মানুষকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন ৷ সাহায্যে এগিয়ে আসার জন্য আবেদন জানিয়েছেন ৷ অন্য়দিকে, বিধানসভার চিফ হুইফের নাম ঘোষণা করেন ৷ চিফ হুইফ হচ্ছেন নির্মল ঘোষ ৷ ডেপুটি চিফ হুইফ হচ্ছেন তাপস রায় ৷ ডেপুটি স্পিকার হচ্ছেন আশিস বন্দ্যোপাধ্যায় ৷

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : May 10, 2021, 2:17 PM IST

কলকাতা, 10 মে : ভ্যাকসিন নিয়ে ফের কেন্দ্রকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ রাজভবনে মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠানের পর নবান্নে সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই ভ্যাকসিন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আরও একবার অভিযোগ তুললেন তিনি ৷ তাঁর কথায়, রাজ্য তিন কোটি ভ্যাকসিন চেয়েছিল ৷ কিন্তু মাত্র 1 লাখ ভ্যাকসিন পেয়েছে ৷ ভ্যাকসিন পেলে বেসরকারি হাসপাতালগুলিকে 1 কোটি ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ৷

কোভিড মোকাবিলা কীভাবে করা হবে সেই বিষয়টি আজ তাঁর বক্তব্যে প্রাধান্য পেয়েছে ৷ করোনা পরিস্থিতি মোকাবিলায় সাধারণ মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন মমতা । সেইসঙ্গে সাধারণ মানুষের কাছে তাঁর আবেদন, মাস্ক পরতে হবে ৷ সাবান দিয়ে হাত ধুতে হবে ৷ তিনি বলেন, ‘‘পূর্ণ লকডাউন করলে মানুষ খেতে পাবে না ৷ তাই লকডাউন না করে লকডাউনের মতো কড়া বিধি মানতে হবে ৷ পাশাপাশি মেডিকেল কলেজগুলিকে অক্সিজেন সেন্টার তৈরি করার আবেদন জানিয়েছেন ৷ তিনি আরও বলেন, "রাজ্যে 100 হাসপাতালে বিনামূল্যে করোনা চিকিৎসা চলছে ৷ প্রত্যেককে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে ৷"

আরও পড়ুন,কোভিড আবহে একসঙ্গে শপথ 43 মন্ত্রীর, ভার্চুয়াল শপথ অমিত-ব্রাত্য-রথীনের

অন্যদিকে, কেন্দ্রকে আক্রমণ করে বলেন, "কোভিড-পরিকাঠামো তৈরি করতে গেলে যেন জিএসটি না নেওয়া হয় । দেশের 65 শতাংশ ভ্যাকসিন বাইরে গেলে, অন্য দেশ থেকে আনাতে হবে । কোথা থেকে ভ্যাকসিন আনানো হবে, তা কেন্দ্র ঠিক করুক । এর জন্য সুস্পষ্ট নীতির দরকার । "

সাংবাদিক বৈঠক শেষে তিনি চিফ হুইপের নাম ঘোষণা করেন ৷ জানান, বিধানসভার চিফ হুইফ হচ্ছেন নির্মল ঘোষ ৷ ডেপুটি চিফ হুইফ হচ্ছেন তাপস রায় ৷ ডেপুটি স্পিকার হচ্ছেন আশিস বন্দ্যোপাধ্যায় ৷

ABOUT THE AUTHOR

...view details