পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'আমাদের চারজনকে জেলে পাঠালে ওদের আটজনকে জেলে ঢোকাব', মমতার মুখে রাজনৈতিক বদলার কথা - মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee attacks BJP: যাঁর মুখে এক সময়ে শোনা গিয়েছিল বদলের কথা, আজ সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই শোনা গেল রাজনৈতিক বদলার কথা ৷ কী বলেছেন তিনি ? জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

Mamata Banerjee attacks BJP
মমতা বন্দ্যোপাধ্যায়

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2023, 5:35 PM IST

কলকাতা, 23 নভেম্বর:একাধিক মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই গ্রেফতার করেছে তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা-মন্ত্রীকে । এই মুহূর্তে জেলবন্দি একদা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, জেলবন্দি অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক । কারও বিরুদ্ধে অভিযোগ নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার, কারও বিরুদ্ধে আবার অভিযোগ উঠেছে, কয়লা এবং গরু পাচারের । আবার কেউ অভিযুক্ত রেশন দুর্নীতির সঙ্গে । এই অবস্থায় দুর্নীতি ও চুরি নিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসকে নিশানা করছে বিরোধীপক্ষ । এ দিন তার বিরুদ্ধেই সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কারাগারের অন্তরালে থাকা তৃণমূল নেতাদের পাশে দাঁড়িয়ে পালটা বিরোধী নেতা-নেত্রীদের শ্রীঘরে পোড়ার হুমকি দিলেন তিনি । একইসঙ্গে, তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, জেলবন্দি পার্থ, কেষ্ট বা বালু যে চোর, তা তিনি বিশ্বাস করেন না ।

এ দিন তৃণমূলের নেতা মন্ত্রীদের গ্রেফতারের পালটা হিসাবে বিরোধীদের শ্রীঘরে পাঠানোর কথা বলেছেন মমতা । তিনি বলেন, "আমার চার জনকে জেলে ঢোকালে, আমার দলের পক্ষ থেকে ওদের আট জনকে জেলে ভরব । যাঁদের বিরুদ্ধে খুনের অভিযোগ আছে, প্রত্যেককে জেলে ঢোকাব ।"

এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সবচেয়ে বেশি গরুর টাকা খায় কারা ! গরু কাদের আন্ডারে ? বিএসএফ । কাদের অর্গানাইজেশন ! সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ দিল্লির । বর্ডার পাহারা দেয় কারা ? গরু আসে কোথা থেকে ? উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান থেকে । সেখান থেকে গাড়িগুলো যখন পাস হয়, তখন তোমরা টাকা খাও না, তোমরা কি ল্যাবেনচুস খাও !"

কয়লা কেলেঙ্কারি নিয়েও কেন্দ্রকেই নিশানা করেছেন মমতা । তাঁর কথায়, "কয়লা ধুলেও যাবে না ময়লা । কোল ইন্ডিয়া কাদের আন্ডারে । ওখানে সিআইএসএফ আছে, কেন্দ্রীয় সরকার আছে । তাহলে সেখানে চুরি হলে দোষ কার !"

এ দিন মুখ্যমন্ত্রী দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দেন, "আমি যে পয়েন্টগুলো বলছি লিখে নিন । এলাকায় এলাকায় এগুলি বলবেন । আমরা শুনি ভুলে যাই, মনে রাখি না । একটা কথা বারবার বলতে হবে । মিথ্যে কথা বলে বলে অনেক সময় মিথ্যেকে সত্য করে দেওয়া হয় । আপনাদের কাজ হবে সত্যটাকে তুলে ধরা । সঠিক তথ্যটাকে তুলে ধরা ।"

মমতার কথায়, "আমাদের লোকেরা সবাই চোর ! দুর্নীতি দেখাচ্ছে । দু একটা চ্যানেল খুলে সেজেগুজে বসে পড়ছে । সেখানে শিখিয়ে তাঁদের টাকা দিয়ে বলা হচ্ছে বলো চোর । তৃণমূলকে চোর না বললে ইডি সিবিআই তাঁদের গিয়ে রেড করবে । আজকে খুব হাসছেন, ভাবছেন কেষ্ট জেলে, পার্থ জেলে, মানিক ভট্টাচার্য, বালু জেলে এটাই চলবে ! আগামী দিন যখন আপনারা চেয়ারে থাকবেন না... তখন আপনারা কোথায় থাকবেন ? সেলে না কোলে, না কোলবালিশ হয়ে ঘুরবেন । এখন বিজেপি আর সিপিএম কোলবালিশ হয়ে দুলছে ।"

মমতার নিশানায় এ দিন ছিল বামেরাও । অতীতে বদলা নয় বদলের কথা বলেছিলেন । এ দিন অবশ্য তিনি বদলার কথা বললেন । রাজনৈতিক ভাবে বদলার কথা । বললেন, বাম বিজেপিকে রাজনৈতিকভাবে কান মুলে দেওয়া উচিত । এ দিন জয়নগর প্রসঙ্গ উঠে এসেছে মুখ্যমন্ত্রীর কথায় । তিনি বলেন, জয়নগরে বারবার খুনের রাজনীতি হয়েছে । আর এর সঙ্গে যুক্ত সিপিএমই । নরকঙ্কাল নিয়ে বসে থাকে সিপিএম । তাই ওরা শূন্যে আছে শূন্যেই থাকবে ।

আরও পড়ুন:

  1. 'ভোটের তিন মাস আগে সাংসদ পদ গেলে কী হবে !' মহুয়ার পাশে দাঁড়িয়ে সওয়াল মমতার
  2. কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে তৃণমূল সাংসদদের নিয়ে মোদির কাছে যাওয়ার ঘোষণা মমতার
  3. পাপিষ্ঠরা যেখানে যাবে..., ভারতের হার নিয়ে নাম না করে মোদিকে নিশানা মমতার

ABOUT THE AUTHOR

...view details