পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দেশের অর্থনীতি, গণতন্ত্র নষ্ট করেছে BJP : মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Jul 21, 2020, 2:07 PM IST

Updated : Jul 21, 2020, 3:13 PM IST

15:12 July 21

কলকাতা, 21 জুলাই : কোরোনা মোকাবিলায় বিভিন্ন বিধিনিষেধ মেনে চলতে হচ্ছে ৷ তাই এবার ধর্মতলায় শহিদ দিবসের স্মরণ সভা করছে না তৃণমূল ৷ বদলে ব্যবস্থা ভার্চুয়াল সভার ৷ শহিদবেদীতে মাল্যদান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ বক্তব্য পেশ করছেন তিনি ৷

  • দেশকে নষ্ট করেছে BJP ৷
  • দেশের অর্থনীতি, গণতন্ত্র নষ্ট করেছে ৷
  • দেশকে বিষাক্ত করেছে ৷
  • মানুষে মানুষে বিষাক্ত করেছে ৷

15:11 July 21

  • 100 বছর বাংলাকে বিদ্যুতের জন্য আর ধার নিতে হবে না ৷ বীরভূমে নতুন প্রকল্প করছি ৷
  • হাজার হাজার কোটি টাকা খরচ করে বাংলায় অনেক প্রকল্প তৈরি করছি ৷

15:09 July 21

  • ভাটপাড়া, গাইঘাটা, নৈহাটি গিয়ে দেখুন BJP-কে ভোট দিলে কী হয় ৷
  • সম্মান নষ্ট হয়ে যায় এদের ভোট দিলে ৷

15:08 July 21

  • কোরোনা আমফানের জন্য আমাদের বেশি মোকাবিলা করতে হচ্ছে ৷
  • কর্মসংস্থানের বাংলায় যাতে কোনও অভাব না হয়, তা নিয়ে নতুন করে পরিকল্পনা করব ৷
  • বাংলায় বেকারের সংখ্যা কমেছে ৷
  • স্বপ্ন দেখতে শিখুন ৷
  • একসঙ্গে কাজ করার জন্য একটাই দল রয়েছে ৷ তার নাম তৃণমূল ৷

15:04 July 21

  • 21-এ তৃণমূলই সরকার গড়বে ৷
  • কোরোনার সময় নিজেকে সাবধানে সুরক্ষিত রাখবেন ৷
  • সবাই নিজের নিজের বাড়িতে থেকে সরকারি নির্দেশাবলী পালন করবেন ৷
  • আজ বৃহৎ সমাবেশ করতে না পারলেও এবার ভার্চুয়াল সভার মাধ্যমে মানুষকে ছুঁতে পেরেছি ৷

15:04 July 21

  • রেশন কেউ না পেলে সাহায্য করুন ৷
  • BDO-র সঙ্গে কথা বলুন ৷
  • মানুষকে আপনারা সাহায্য করুন ৷
  • বিনা পয়সায় সাহায্য করুন ৷
  • বিনা পয়সায় চিকিৎসার জন্য সাহায্য করুন ৷
  • বিনা পয়সায় থাকতে দিন ৷

15:01 July 21

  • বাংলা ভারতকে নতুন করে পথ দেখাবে ৷
  • ভারতকে শাসন করবে ৷
  • সেই নেতা নেতা হয়, যে সবাইকে নিয়ে চলে ৷
  • যে সংস্থা দিয়ে দেশ চালায়, সে নেতা নয় ৷

14:59 July 21

  • 2019-এ কটা আসন পেয়ে লম্ফ-ঝম্প শুরু করেছে ৷
  • ভুল করে ওদের বিশ্বাস করলেই আপনাদের সর্বনাশ হয়ে যাবে ৷
  • আমরা আসার পর মানুষের মর্যাদা কত বেড়েছে ৷
  • ওরা আবার জঙ্গলমহলে অশান্তির জন্য চক্রান্ত করছে ৷
  • পাহাড়ের শান্ত নষ্ট করার জন্য চক্রান্ত করছে ৷
  • বাংলার শিক্ষা-সংস্কৃতি আমাদের গৌরব ৷
  • VC-দের গায়ে হাত দিয়ে দেখুন, ছাত্র বিপ্লব কাকে বলে ৷

14:56 July 21

  • আগামী 21 মে বদলা নিয়ে BJP-কে প্রমাণ করতে হবে বাংলা বহিরাগতরা চালায় না ৷
  • টাকার বদলে ভোট দিয়ে দেবেন না ৷
  • শান্তি, সভ্যতার বাংলা ৷

14:55 July 21

  • গায়ের জোরে এনকাউন্টার করবেন ৷
  • উত্তরপ্রদেশে এনকাউন্টার সামলান ৷
  • রাস্তা অবরোধ করবে ৷ আর সাধারণ মানুষ রাস্তা দিয়ে যাতায়াত করবে না ৷
  • আজ এই কথাগুলো বললাম ৷ কাল থেকে আমার উপর আরও অত্যাচার করবে ৷
  • আমি বন্দুকের সামনে দাঁড়িয়ে লড়াই করতে জানি ৷
  • আমি জেল, বন্দুক, গুলি এসবে ভয় পাই না ৷

14:52 July 21

  • বাংলার সরকারকে ভেঙে দেওয়ার চক্রান্ত মেনে নেব না ৷
  • BJP এমন একটা দল শুধু টাকা লুট করে, টাকা চুরি করে ৷
  • নির্বাচনের সময় টাকা দেয় ৷
  • টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করে ৷
  • গুজরাত বাংলা শাসন করবে না ৷ বাংলাই বাংলা শাসন করবে ৷

14:49 July 21

  • আমাদের স্বনির্ভর গোষ্ঠী ভালো কাজ করছে ৷
  • তাদের সবরকমদিক থেকে আমরা সাহায্য করছি ৷
  • বিনামূল্যে সামাজিক সুরক্ষা হয় ৷
  • প্রায় দেড় কোটিকে আমরা যুক্ত করেছি ৷
  • তাতে, টোটো, হকার থেকে বিড়ি তৈরি করার কাজ করেন অনেকে ৷
  • বিনা পয়সায় 60 বছর বয়স হলেই যাঁরা নাম লিখিয়েছেন, তাঁরা টাকা পাবেন ৷ মেয়ের বিয়ে, পড়াশোনার খরচ সব পাবেন ৷

14:45 July 21

  • বাংলায় বেকারের হার 40 শতাংশ কমেছে ৷
  • দেশে বেকারের হার 45 শতাংশ বেড়েছে ৷
  • এটা নিয়ে গর্ব করবেন না ? শুধু মিথ্যে কথা বলবেন ?

14:42 July 21

  • তফসিলি পরিবারের কারও 60 বছরের বেশি বয়স হলেই পেনশন পান ৷
  • সেই পেনশনের নাম জয় বাংলা ৷
  • রাজ্য সরকার তফসিলি ছাত্রছাত্রীদের স্কলারশিপের ব্যবস্থা করেছে ৷

14:41 July 21

  • দারিদ্র দূরীকরণে, ক্ষুদ্র শিল্পে এক নম্বরে রয়েছে বাংলা ৷
  • দিদিকে বলো-তে শুনে ছয় লাখ মানুষের পেনশন করে দিয়েছি ৷

14:38 July 21

  • রেল, কয়লা খনি সব বিক্রি করে দেওয়া হল ৷
  • বলা হচ্ছে, কর্মীরা পাঁচ বছরের জন্য ছুটি নিন ৷
  • অনেক রাজ্যে সরকারি কর্মচারীরা বেতন পাচ্ছেন না ৷
  • একমাত্র বাংলায় সবাই বেতন পাচ্ছে ৷
  • দেশে কোরোনার নামে অনেকের চাকরি কেড়ে নেওয়া হচ্ছে ৷

14:36 July 21

  • দেশে অনেকের চাকরি চলে গেছে ৷
  • অনেকে খেতে পাচ্ছেন না ৷
  • অসমে NRC-র নাম করে অত্যাচার চলছে ৷

14:34 July 21

  • অন্যরা কেউ উন্নয়নের কথা বলে না ৷
  • সন্ত্রাসের কথা, ক্ষতির কথা বলে সবাই ৷
  • একটা দিল্লির সরকার, চক্রান্তে জোরদার ৷
  • বাংলায় আইন-শৃঙ্খলা না থাকলে আর কোথায় আছে ?

14:32 July 21

  • রাজ্যে মৃত্যু হার 2.86 শতাংশ ৷
  • যাদের কিডনি, নিমোনিয়া হার্টের সমস্যা রয়েছে, তাঁদের শ্বাসকষ্ট-জ্বর হলে সঙ্গে সঙ্গে চিকিৎসা করান ৷
  • সুস্থ হয়ে যাবেন ৷
  • 5 শতাংশ কোরোনা রোগী গুরুতর অবস্থায় রয়েছেন ৷

14:30 July 21

  • অন্য রাজ্যের সঙ্গে বাংলার তুলনা হয় না ৷
  • বিভিন্ন রাজ্য, দেশ থেকে কত মানুষ আসে এখানে চিকিৎসার জন্য ৷
  • শুধু মানুষ নয়, তাঁদের সঙ্গে রোগও আসে ৷
  • টেস্টিং ও ট্রেসিং ভালোভাবে করতে হবে ৷
  • পরে ওষুধ বের হবে বলে আমার ধারণা ৷

14:28 July 21

  • 50 হাজার একর জমিতে মাটি তীর্থ ও মাটি দিবস করেছি বাংলায় ৷
  • আড়াই লাখ গ্রামীণ মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব ৷

14:26 July 21

  • আমরা পরিযায়ী শ্রমিকদের 1 লাখ টাকা করে দিয়েছি ৷
  • সবার ট্রেনের ভাড়া দিয়েছি ৷
  • তাঁদের থাকা, খাওয়া সব খরচ দিয়েছি ৷
  • কোথাও ছাত্রছাত্রীদের বাসে করে নিয়ে আসার ব্যবস্থা করেছি ৷

14:24 July 21

  • কোরোনা চলছে বলে CAA, NRC ভুলে যাব, এটা ভাববেন না ৷
  • নাগরিকত্ব মানে উদ্বাস্তুরা ভারতের বাসিন্দা ৷
  • ছিটমহলরা সবাই নিজেদের অস্তিত্ব পেয়েছে ৷
  • আমরা সবাই এক ৷
  • রাজবংশী, তফশিলি জাতি সবাই আমার একটা অংশ ৷
  • মুসলিম, পাঞ্জাবি, জৈন সবাই আমার একটা অংশ ৷

14:21 July 21

  • শুধু আগামী বছর 21 জুন পর্যন্ত নয় ৷ সারা জীবন বিনামূল্যে রেশন, পড়াশোনা, চিকিৎসা পাবে রাজ্যবাসী ৷
  • বহিরাগতরা নয়, বাংলার লোক বাংলা চালাবে ৷
  • আমফানের সময় প্রধানমন্ত্রী রাজ্যে এল ৷
  • কিন্তু, বাংলা তার প্রাপ্য পেল কই ৷

14:18 July 21

  • বাংলায় কত রেশন দোকান ৷
  • কেউ গন্ডগোল করলে সরকার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে ৷

14:17 July 21

নাম না করে BJP-কে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

তিনি বলেন,

  • অনেকেই ভয়ে মুখ খুলতে চান না ৷ দেশজুড়ে তাণ্ডব চলছে ৷

14:15 July 21

  • বিধানসভা ভোটের পর সবচেয়ে বড় সভা হবে ৷
  • তার প্রস্তুতি এখন থেকে নিতে হবে ৷
  • CPI(M)-র আমলে বহু কর্মীর মৃত্যু ৷
  • নির্মমভাবে খুন করা হয়েছে অনেককে ৷
  • উত্তরপ্রদেশে এনকাউন্টার করে মারা হয়েছে ৷
  • দেশে ভয়ে অনেকে কথা বলতে চাইছেন না ৷

14:10 July 21

  • বছরে একটা সমাবেশ 21 জুলাই ধর্মতলায় ৷
  • হৃদয়ে ব্যথা নিয়ে এই সভা করছি ৷
  • ধর্মতলায় সভা করতে না পেরে আমি ব্যথিত ৷
  • আগামী বছর 21 জুলাই সবচেয়ে বড় সভা হবে ৷

12:47 July 21

শহিদ স্মরণে বক্তব্য পেশ করছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ৷

  • এবার 21 জুলাই সবাইকে হাজির করা সম্ভব নয় ৷
  • তাই বাংলার 78,693 টি বুথে শহিদবেদী তৈরি করে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ভার্চুয়াল সভায় বক্তব্য পেশ করছেন মমতা বন্দ্যাপাধ্যায় ৷

Last Updated : Jul 21, 2020, 3:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details