কলকাতা, 22 এপ্রিল: "কেন্দ্রের বিজেপি সরকার আরও একবার এনআরসি নিয়ে আসছে ৷ আমি বলেছি কোনওভাবেই আমি বাংলায় এনআরসি কার্যকর করতে দেব না", ঈদে রেড রোড থেকে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ রাজ্য তথা দেশ তথা বিশ্বজুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ ৷ শনিবার সকালে রেড রোডে নমাজ পাঠ অনুষ্ঠানে যান মুখ্যমন্ত্রী ৷ তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এই মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো উপস্থিত সবাইকে এবং রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৷ এর সঙ্গে ন্যাশনার রেজিস্টার অফ সিটিজেনস বা এনআরসি প্রসঙ্গ তুললেন নেত্রী ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে তাঁর পাশে থেকে মোদির বিরুদ্ধে লড়াইয়ের আর্জি জানালেন তৃণমূল সুপ্রিমো ৷
রেড রোডের মঞ্চ থেকে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, কোনওভাবেই রাজ্যে এনআরসি চালু করতে দেবেন না ৷ প্রসঙ্গত কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকারের একটি চিঠি তুলে ধরে নবান্নে বসে মমতা অভিযোগ করেন, কেন্দ্র ঘুরপথে এনআরসি কার্যকর করতে চাইছে ৷ আর এক্ষেত্রে কেন্দ্রের নিশানা একটি নির্দিষ্ট সম্প্রদায় ৷ এদিন বাংলার মানুষকে আরও একবার অভয় দিলেন তিনি ৷ সবাইকে সাহসের সঙ্গে লড়ার জন্য উৎসাহিত করলেন ৷ তিনি বলেন, "আজ এখান থেকে প্রতিশ্রুতি দিন, আপনারা সাহসের লড়াই করবেন ৷ এই বিভাজন সৃষ্টিকারী শক্তিকে হারাবেন ৷ আমি আমার জীবন দিয়ে দেব, কিন্তু দেশ ভাগ করতে দেব না ৷"
আরও পড়ুন: আজ খুশির ঈদ-অক্ষয় তৃতীয়া, দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী