পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee on Eid: 'রাজ্যে এনআরসি করতে দেব না', রেড রোড থেকে বার্তা মমতার - লড়াইয়ের আর্জি জানালেন তৃণমূল সুপ্রিমো

আজ খুশির ঈদে তিনি রাজ্যবাসীকে অভয় দিলেন ৷ বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়কে সাহসের সঙ্গে লড়াইয়ের জন্য উৎসাহিত করলেন ৷ পরিষ্কার জানিয়ে দিলেন, কেন্দ্র সরকার যাই করুক না কেন, রাজ্যে এনআরসি করতে দেওয়া হবে না ৷

Mamta Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Apr 22, 2023, 9:47 AM IST

Updated : Apr 22, 2023, 5:50 PM IST

কলকাতা, 22 এপ্রিল: "কেন্দ্রের বিজেপি সরকার আরও একবার এনআরসি নিয়ে আসছে ৷ আমি বলেছি কোনওভাবেই আমি বাংলায় এনআরসি কার্যকর করতে দেব না", ঈদে রেড রোড থেকে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ রাজ্য তথা দেশ তথা বিশ্বজুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ ৷ শনিবার সকালে রেড রোডে নমাজ পাঠ অনুষ্ঠানে যান মুখ্যমন্ত্রী ৷ তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এই মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো উপস্থিত সবাইকে এবং রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৷ এর সঙ্গে ন্যাশনার রেজিস্টার অফ সিটিজেনস বা এনআরসি প্রসঙ্গ তুললেন নেত্রী ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে তাঁর পাশে থেকে মোদির বিরুদ্ধে লড়াইয়ের আর্জি জানালেন তৃণমূল সুপ্রিমো ৷

রেড রোডের মঞ্চ থেকে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, কোনওভাবেই রাজ্যে এনআরসি চালু করতে দেবেন না ৷ প্রসঙ্গত কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকারের একটি চিঠি তুলে ধরে নবান্নে বসে মমতা অভিযোগ করেন, কেন্দ্র ঘুরপথে এনআরসি কার্যকর করতে চাইছে ৷ আর এক্ষেত্রে কেন্দ্রের নিশানা একটি নির্দিষ্ট সম্প্রদায় ৷ এদিন বাংলার মানুষকে আরও একবার অভয় দিলেন তিনি ৷ সবাইকে সাহসের সঙ্গে লড়ার জন্য উৎসাহিত করলেন ৷ তিনি বলেন, "আজ এখান থেকে প্রতিশ্রুতি দিন, আপনারা সাহসের লড়াই করবেন ৷ এই বিভাজন সৃষ্টিকারী শক্তিকে হারাবেন ৷ আমি আমার জীবন দিয়ে দেব, কিন্তু দেশ ভাগ করতে দেব না ৷"

আরও পড়ুন: আজ খুশির ঈদ-অক্ষয় তৃতীয়া, দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী

মুখ্যমন্ত্রী বলেন, "বাংলা অশান্তি চায় না ৷ আমরা শান্তির পক্ষে ৷ কোনওভাবে কোনও দাঙ্গাকে আমরা সমর্থন করতে পারি না ৷ আমরা ভাগ চাই না, আমরা সবাইকে নিয়ে চলতে চাই ৷ যাঁরা দেশকে টুকরো টুকরো করতে চান, তাঁদের কোনওভাবে সমর্থন করি না আমরা ৷ আজ এখানে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি, আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি দেশকে টুকরো হতে দেব না ৷"

বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাকে গদ্দারদের সঙ্গে লড়তে হয় ৷ টাকার বিরুদ্ধে লড়াই করতে হয় ৷ আমি লড়াইয়ের জন্য তৈরি আছি ৷ কোনও‌ ভাবেই মাথা ঝোঁকাব না ৷ কেউ কেউ বিজেপি থেকে টাকা নিয়ে বলছে, মুসলিমদের ভোট ভাগ করে দেবে ৷ আমি বলেছি, তোমাদের এত ক্ষমতা নেই যে মুসলমানদের ভোট তুমি ভাগ করতে পারো ৷"

2024 সালের লোকসভা নির্বাচন প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমোর কথায়, "আর এক বছর বাকি ৷ দেশের সরকার নির্ধারনের নির্বাচন আসছে ৷ আজ প্রতিশ্রুতি দিন, আপনারা চব্বিশের নির্বাচনে বিজেপিকে জিততে দেবেন না ৷ দেশে এই মুহূর্তে গণতন্ত্রের সংকট তৈরি হয়েছে ৷ এই গণতন্ত্র ধ্বংস হয়ে গেলে দেশটাই ধ্বংস হয়ে যাবে ৷ আজ ইতিহাস বদলের চেষ্টা করা হচ্ছে ৷ সংবিধানকে অগ্রাহ্য করা হচ্ছে ৷ কেন্দ্রের ক্ষমতাধীন সরকার যা ইচ্ছে, তাই করছে ৷ আমি বলছি, আমি জীবিত থাকতে এসব হতে দেব না ৷ আমরা যদি এক হই, তাহলে কেন্দ্রের সরকারই পড়ে যাবে ৷"

Last Updated : Apr 22, 2023, 5:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details