পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কালো টাকা ফিরবে কবে? ব্যালটে ভোট চেয়ে 21-এর মঞ্চ থেকে সুর চড়ালেন মমতা - Cut Money

কাটমানি নিয়ে বিরোধী শিবিরের সমালোচনায় হাতিয়ার করলেন ব্ল্যাক মানিকে ৷ আর EVM-এর বদলে ব্যালট ফিরিয়ে আনার দাবি আজ ২১-এর মঞ্চ থেকে আরও জোরালো করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Jul 21, 2019, 5:20 PM IST

Updated : Jul 21, 2019, 9:45 PM IST

কলকাতা, 21 জুলাই : নজর 2021-এ ৷ লক্ষ্য দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ করা ৷ উদ্দেশ্য, গেরুয়া ঝড় মোকাবিলা করে বাংলায় 'সবুজ বিপ্লব' ৷ 21-এর এই লক্ষ্যে একুশের মঞ্চ থেকে লড়াইয়ের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কাটমানি নিয়ে বিরোধী শিবিরের সমালোচনায় হাতিয়ার করলেন ব্ল্যাক মানিকে ৷ আর EVM-এর বদলে ব্যালট ফিরিয়ে আনার দাবি আরও জোরালো করলেন ৷

2006-এ একুশের মঞ্চ থেকে বামেদের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছিলেন৷ 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে বাংলায় মসনদে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাংলায় পথচলা শুরু হয়েছিল ঘাস ফুলের । কিন্তু, বর্তমানে পরিস্থিতি অনেকটাই পালটে গেছে ৷ বামেরা বাংলা থেকে কার্যত মুছে যেতে বসেছে আর শক্তি বাড়িয়ে বাংলায় চাষ শুরু হয়েছে পদ্মের ৷ বামেরা নয় মমতা সামনে এখন নতুন চ্যালেঞ্জ গেরুয়া ঝড় মোকাবিলা করা ৷ আজকের মঞ্চ থেকে তারই প্রস্তুতি শুরু করলেন তৃণমূল নেত্রী ৷ আগেই জানিয়ে দিয়েছিলেন এবারের একুশের থিম EVM বনাম ব্যালট ৷ EVM-এ কারচুপি নিয়ে নির্বাচনের আগেই অভিযোগ তুলেছিল বিরোধীরা ৷ যার মধ্যমণি ছিলেন অবশ্যই তৃণমূল নেত্রী ৷ ব্রিগেডে বিরোধীদের নিয়ে সমাবেশও করেছিলেন ৷ লোকসভা ভোটকে সামনে রেখে নতুন লড়াইয়ের ডাক দিয়েছিলেন ৷ আঞ্চলিক দলগুলিকে নিয়ে সরকার গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন ৷ কিন্তু বাস্তব আর স্বপ্নের মধ্যে যে তফাত অনেকটাই লোকসভা ভোটের ফলাফলে তা প্রমাণ হয়ে গেছে ৷ বিপুল সমর্থন নিয়ে এবং আগেরবারের থেকে বেশি ভোট কেন্দ্রে ক্ষমতা ধরে রেখেছে BJP ৷ দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি ৷ বাংলাতেও এক ধাক্কায় অনেকটাই শক্তি বাড়িয়েছে পদ্ম । উল্লেখযোগ্যভাবে আসন কমেছে তৃণমূলের ৷ সন্দেহ নেই BJP-র এই উত্থান আশঙ্কা বাড়িয়েছে তৃণমূল নেত্রীর ৷ বামেদের বিরুদ্ধেই এতদিন সুর চড়াতে দেখা গেছিল মমতাকে ৷ আজ যতটা বামেদের প্রসঙ্গে মুখ খুললেন তার থেকে অনেক বেশি বাক্য ব্যায় করলেন BJP-র বিরুদ্ধে ৷ সন্দেহ নেই, এই মুহূর্তে কংগ্রেস বা বামেরা নয়, মমতার প্রধান লক্ষ্য BJP-ই ৷ আর তাদের বিরুদ্ধে এবার 21-এর মঞ্চকে হাতিয়ার করে লড়াই শুরু করলেন মমতা ৷

জনসমুদ্র ধর্মতলা

এদিকে নির্বাচন মিটতেই দলীয় কর্মীদের একের পর এক BJP-তে চলে যাওয়ার ঘটনা আশঙ্কার মেঘকে আরও ঘন করেছে ৷ মূল শহরাঞ্চলে না হলেও গ্রামীণ ভোটব্যাঙ্কে থাবা বসিয়েছে গেরুয়া শিবির ৷ গত লোকসভা ভোটে যে আসনগুলি ধরে রেখেছে তৃণমূল, বিধানসভার নিরিখে তার অনেকগুলিতেই ভোট ব্যবধান কমেছে তাদের ৷ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমাগত মাথাব্যথার কারণ হয়ে উঠছে নেত্রীর কাছে ৷ মমতা স্পষ্টতই বুঝেছেন BJP-র বিরুদ্ধে লড়াইয়ে গতি আনতে সবার আগে দরকার দলের বুনটকে মজবুত করা ৷ পাশাপাশি BJP বিরোধী সুরকে সপ্তমে তুলে একুশের লড়াইকে গতি দেওয়া ৷

BJP-র বিরুদ্ধে সেই লড়াইয়ে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন নেত্রী ৷ কীভাবে EVM-এর মাধ্যমে কারচুপি হচ্ছে তা তুলে ধরার চেষ্টা করলেন ৷ বোঝানোর চেষ্টা করলেন অনেক উন্নত দেশে এখন ব্যালটে ভোট হয় যেখানে কারচুপির পরিমাণ অনেকটাই কমানো সম্ভব ৷ মমতার দাবি, ব্যালট না থাকায় অনেক কারচুপি ধরা সম্ভব হচ্ছে না ৷ পাশাপাশি কালো টাকা ফেরত প্রসঙ্গেও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করতে পিছপা হলেন না তিনি ৷ প্রথমবার ক্ষমতায় আসার আগে নরেন্দ্র মোদি আশ্বাস দিয়েছিলেন বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনবেন ৷ বাস্তবে কিন্তু তা হয়নি ৷ গত লোকসভা ভোটে মোদির বিরুদ্ধে এই বিষয়টাকেই হাতিয়ার করেছেন মমতা ৷ কাটমানি নিয়ে যখন তৃণমূল কর্মীদের বিরুদ্ধে সরব হচ্ছিল BJP, এবার তার মোকাবিলায় ব্ল্যাক মানি (কালো টাকা)-কেই হাতিয়ার করলেন তিনি ৷ কেন কেন্দ্রীয় সরকার বিদেশ থেকে কালো টাকা ফেরত আনতে পারল না, একুশের মঞ্চে সেই প্রশ্নই তুললেন তৃণমূল নেত্রী ৷ পাশাপাশি লোকসভা-সহ বিভিন্ন ভোটে টাকা লেনদেনের মাধ্যমে গেরুয়া শিবির ভোট কিনেছে বলেও অভিযোগ তুললেন ৷

দেখুন ভিডিয়ো

মমতার সামনে চ্যালেঞ্জ ছিল দলীয় কর্মীদের সংঘবদ্ধ করার ৷ যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছিল বারবার, তার বিরুদ্ধে কড়া বার্তা দেওয়াটা অত্যন্ত জরুরি ছিল ৷ গোষ্ঠীদ্বন্দ্বকে কাজে লাগিয়ে বহু তৃণমূল কর্মী BJP-তে চলে যাচ্ছেন বলেও খবর ছিল তাঁর কাছে ৷ একুশের মঞ্চ থেকে দলীয় কর্মীদের এবিষয়ে সতর্ক করলেন তিনি ৷ BJP টাকার লোভ দেখিয়ে, ভুল বুঝিয়ে বহু কর্মীকে তাদের দিকে টানার চেষ্টা করছে এমন অভিযোগও তুললেন মঞ্চ থেকে ৷ দলীয় কর্মীদের সতর্ক করলেন, কোনওভাবেই তারা যেন প্ররোচনায় পা না দেয় ৷ মমতার দাবি, অনেক লড়াই করে তিনি তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন ৷ কোনও ভয়ের কাছে তিনি যেমন মাথানত করেননি তেমনই তাঁর দলের কর্মীরাও যেন মাথানত না করেন ।

বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল বহু দলীয় কর্মী না কি জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন ৷ গত লোকসভা ভোটে আসন কমে যাওয়ার অন্যতম কারণ হিসেবেও কেউ কেউ এই দিকটার দিকেও আঙুল তুলছিলেন ৷ আজকের সভা থেকে কর্মীদের এই মনোভাবের কড়া সমালোচনাও শোনা গেল মমতার মুখ থেকে ৷ তাঁর স্পষ্ট বার্তা, "মানুষের কাছে যান ৷ ঘরে বলে রাজনীতি হয় না ৷ জনসংযোগ বাড়ান ৷ তাঁদের অভাব, অভিযোগ শুনুন ৷ মানুষের সামনে সঠিক তথ্য তুলে ধরুন ৷ তরুণ প্রজন্মকে দলে নিয়ে আসার চেষ্টা করুন ৷" সম্প্রতি টলিউডের অনেক শিল্পী BJP-তে যোগ দিয়েছেন ৷ আজকের সভা থেকে সেই কারণেই বোধহয় মমতা বললেন, "শিক্ষিত মানুষদের দলে আরও বেশি করে দলে আনার চেষ্টা করুন ৷ সমাজের বিশিষ্টদের বোঝান ৷ তাঁদের তৃণমূলের প্রতি আকৃষ্ট করুন ৷"

এই সংক্রান্ত আরও খবর : কানপুর, চেন্নাইয়ের ছেলেরা বলছে বাংলায় কাজ করব : মমতা

এই সংক্রান্ত আরও খবর : মমতার প্রতি ভালোবাসার টান, পানিহাটি থেকে হেঁটে ধর্মতলায় অশীতিপর

26 বছর আগে এই আজকের দিনেই সঠিক পরিচয়পত্র নিয়ে ভোটদানের দাবিতে পথে নেমেছিলেন তিনি ৷ তাঁর সঙ্গে সেদিন পথে পা মিলিয়েছিল কয়েক হাজার জনতা ৷ তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে অপশাসনের অভিযোগে মহাকরণ অবরোধের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রক্তাক্ত হয়েছিল কলকাতা ৷ প্রাণ হারিয়েছিলেন 13 জন ৷ সেদিনের পর থেকেই আজকের দিনটা বিশেষভাবে পালন করে আসছেন মমতা ৷ সেদিনও ভোটের একটি প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আন্দোলনে নেমেছিলেন ৷ আর সেই একুশের মঞ্চ থেকেই ভোটের আরেকটি পদ্ধতির বিরুদ্ধে সুর সপ্তমে তুললেন তৃণমূল নেত্রী ৷ ব্যালট ফিরিয়ে আনার দাবিতে দেশজুড়ে পথে নামার ডাক দিলেন ৷ তৃণমূল কর্মীদের নির্দেশ দিলেন, ব্যালটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরার ৷ জনসংযোগ বৃদ্ধির মাধ্যমে কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করার বার্তা দেওয়ার চেষ্টা করলেন ৷

রবিবার ছুটির দিন ৷ তাই প্রথম থেকে একটা চ্যালেঞ্জ ছিলই ৷ জনসমাগমের চ্যালেঞ্জ ৷ রাজনৈতিক মহলের মতে, সেই চ্যালেঞ্জ পুরোপুরি পাশ করেছেন তিনি ৷ এখন দেখার আগামী দু'বছরের মধ্যে কীভাবে কর্মীদের সংগঠিত করে গেরুয়া ঝড় রুখতে পারেন ৷ 21-এর আগে এটাই মমতার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ৷

Last Updated : Jul 21, 2019, 9:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details