পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Partha Bhowmick: পার্থর 'হ্যালো স্যার' নিয়ে আলোচনা বিধানসভার অলিন্দে, মন্ত্রীর অভিনয়ের প্রশংসা মুখ্যমন্ত্রীরও - রাজ চক্রবর্তী

Partha Bhowmick Acting in Web Series: ওয়েব সিরিজে অভিনয় করে হইচই ফেলে দিয়েছেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক ৷ বাদল অধিবেশন চলাকালীন বিধানসভার অলিন্দে তাঁকে আলোচনাও চলছে ৷ মন্ত্রিসভার সতীর্থ অভিনয়ের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷

Partha Bhowmick
Partha Bhowmick

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2023, 2:07 PM IST

কলকাতা, 29 অগস্ট: হ্যালো স্যার... ! ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজের এই সংলাপটি এখন বেশ জনপ্রিয় ৷ আর এই সংলাপ ওই ওয়েব সিরিজে যে অভিনেতার মুখে বারবার শোনা গিয়েছে, তিনি আবার বাস্তবের মাটিতে হেভিওয়েট ৷ রাজ্যের সেচমন্ত্রী ৷ ফলে রাজনীতির অন্দরে আলোচনা শুরু হয়েছে পার্থ ভৌমিককে নিয়ে ৷ সবটাই অবশ্য ইতিবাচক ৷ শাসক থেকে বিরোধী, সবপক্ষই নৈহাটির বিধায়কের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ ৷

আর সেই প্রশংসকদের তালিকায় রয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে প্রকাশ্যে এখনও তাঁর অভিনয় নিয়ে কোনও মন্তব্য করতে দেখা যায়নি মমতাকে ৷ কিন্তু শাসক দলের অন্দরের খবর, বয়সে অপেক্ষাকৃত নবীন এই মন্ত্রীর অভিনয়ে দক্ষতার প্রশংসা ঘনিষ্ঠমহলে করেছেন মুখ্যমন্ত্রী ৷ তার পর মুখ্যমন্ত্রীকে প্রণামও সেরে এসেছেন পার্থ ৷

অভিনয় জগত থেকে রাজনীতির ময়দানে লড়তে অনেকেই এসেছেন ৷ কেউ বিধায়ক-সাংসদ হয়েছেন, কেউ কেউ মন্ত্রীও হয়েছেন ৷ ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজের পরিচালক রাজ চক্রবর্তীও তো সিনে জগতের লোক ৷ সেখান থেকেই তিনি 2021 সালের বিধানসভা নির্বাচনে লড়ে ব্যারাকপুরের বিধায়ক হয়েছেন ৷ কিন্তু সক্রিয় রাজনীতিকের অভিনয় জগতে প্রবেশের উদাহরণ একেবারে হাতে গোনা ৷ ফলে যতবারই এই ধরনের ঘটনা ঘটেছে, ততবারই আলোচনা হয়েছে বিস্তর ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি ৷

আরও পড়ুন:মুঠোফোনে মন্ত্রীমশাই ! পার্থর মুদ্রাদোষও ব্যবহার হয়েছে ‘আবার প্রলয়ে’

গত জুলাইয়ের মাঝামাঝি এই ওয়েব সিরিজ মুক্তি পায় ৷ বছর কয়েক আগে উত্তর 24 পরগনার সুঁটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের খুনের ঘটনার উপর ভিত্তি করে প্রলয় নামের একটি সিনেমা তৈরি করেছিলেন রাজ চক্রবর্তী ৷ এই ওয়েব সিরিজকে তারই সিক্যুয়েল বলা যেতে পারে ৷ ওই সিনেমার মুখ্য চরিত্রে ছিলেন পুলিশ অফিসার অনিমেষ দত্ত ৷ সেই চরিত্রে অভিনয় করেন শ্বাশত চট্টোপাধ্যায় ৷ এই ওয়েব সিরিজেও শ্বাশত অভিনীত অনিমেষ দত্তর চরিত্রটিই মুখ্য ৷ তাঁর অভিনয় তো প্রশংসিত হয়েছেই ৷ সঙ্গে প্রশংসা পেয়েছেন পুলিশ আধিকারিকের চরিত্রের অভিনেতা পার্থ ভৌমিকও ৷ বিশেষ করে জনপ্রিয় হয়েছে তাঁর বারবার বলা ‘হ্যালো স্যার’ সংলাপটি ৷

মঞ্চে অভিনয়ের অভিজ্ঞতা থাকলেও কখনও ক্যামেরার সামনে অভিনয় করেননি সেচমন্ত্রী ৷ ফলে এটাই তাঁর প্রথম পারফরম্যান্স ৷ ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনায় সেচমন্ত্রী নিজেই জানিয়েছেন, মঞ্চে দীর্ঘদিন অভিনয়ের অভিজ্ঞতা থাকলেও তিনি ক্যামেরার সামনে কেমন কাজ করেন, সেটা দেখতে চাইছিলেন ৷ চাইছিলেন এই নিয়ে নিজেকে পরীক্ষা করতে ৷ সেই পরীক্ষায় যে তিনি সফল তা বিধায়ক থেকে মুখ্যমন্ত্রীর প্রশংসায় স্পষ্ট ৷ যা পার্থ ভৌমিকের কাছে স্বাভাবিকভাবেই মোরাল বুস্টিংয়ের কাজ করছে ৷ তাছাড়া ওই চরিত্রে অভিনয় সেচমন্ত্রী নিজেও তৃপ্ত ৷

তাই প্রশ্ন উঠছে, তাহলে মমতার মন্ত্রিসভার এই সদস্যকে কি এবার নিয়মিত ক্যামেরার সামনে দেখা যাবে ? আগামিদিনে অভিনয় দক্ষতায় তিনি কি আরও কোনও চমক দেবেন দর্শকদের ? হয়তো দেবেন ৷ কিন্তু দর্শকদের কাছে তাঁর অভিনয় ফের দেখার সুযোগ খুব শিগগিরই মিলবে না ৷ তা অন্তত পার্থ ভৌমিকের কথাতেই স্পষ্ট ৷

আরও পড়ুন:আসছে 'আবার প্রলয়', মুখোমুখি আড্ডায় শাশ্বত চট্টোপাধ্যায়

তাঁর কথায়, তিনি একজন আপাদমস্তক রাজনৈতিক কর্মী ৷ তাই তাঁর আসল পরীক্ষা তো ভোটের ময়দানেই হয় । আগামী বছর লোকসভা নির্বাচন রয়েছে । এখন দলের দায়িত্বকেই বাড়তি গুরুত্ব দিচ্ছেন সেই কারণে । সেখানে কোনও খামতি চান না তৃণমূলের এই নেতা । অতএব অভিনয়ে আপাতত বিরতি নিচ্ছেন । তবে ভোট মিটলে আবার অভিনয় নিয়ে ভেবে দেখা যাবে, এই ইঙ্গিত দিয়ে রাখলেন সেচমন্ত্রী ।

ABOUT THE AUTHOR

...view details