কলকাতা, 27 মার্চ: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সংবিধান রক্ষার আবেদন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Appeals to Protect Indian Constitution) ৷ সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে সেই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী এই কথা বলেন ৷ এদিন রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আপনার কাছে আমার বিনীত অনুরোধ দয়া করে গরিব ও সকলের স্বার্থে গণতান্ত্রিক অধিকার রক্ষা করুন ৷ যেকোনও বিপর্যয় থেকে দেশকে রক্ষা করুন ৷ কারণ, বৈচিত্রের মধ্যে ঐক্যই আমাদের শিকড় ৷’’
রাষ্ট্রপতি হওয়ার পর সোমবারই প্রথম বাংলায় পা রাখলেন দ্রৌপদী মুর্মু ৷ এদিন সকালে কলকাতায় এসে তিনি নেতাজি ভবন ও জোড়াসাঁকোয় ঠাকুরবাড়ি পরিদর্শন করেন ৷ বিকেলে তাঁকে নেতাজি ইন্ডোরে সংবর্ধনা দেয় রাজ্য সরকার ৷ ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী নৃত্য়ে অংশগ্রহণ করে স্বাগত জানান রাষ্ট্রপতিকে ৷ তার পর ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতিকে ‘গোল্ডেন লেডি’ বলেও উল্লেখ করেন ৷ রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে গিয়ে ওড়িয়ায় ‘কেমন আছুন্তি’ও বলেন ৷
পাশাপাশি তিনি বাংলার শিক্ষা ও সংস্কৃতির কথা তুলে ধরেন তিনি ৷ জানান, বাংলায় যেমন অক্টোবরে দুর্গাপুজো হয়, তেমনই এই সময় অন্নপূর্ণা পুজো হয় ৷ তার সঙ্গে এখন যে রমজান মাস চলছে, সেই কথাও উল্লেখ করেন তিনি ৷ ইতিহাসের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সমাজ সংস্কার বাংলা থেকে হয়েছে ৷ স্বাধীনতা সংগ্রাম বাংলা থেকে শুরু হয়েছিল ৷’’