পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Appeals to Prez Murmu: দেশকে বিপর্যয় থেকে বাঁচাতে সংবিধান রক্ষা করুন, রাষ্ট্রপতির কাছে আর্জি মুখ্যমন্ত্রী মমতার

সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নাগরিক সংবর্ধনা দেয় রাজ্য সরকার (Bengal Govt Felicitate President Droupadi Murmu) ৷ সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতির কাছে সংবিধান রক্ষার আবেদন করলেন ৷

Mamata Appeals to Prez Murmu
Mamata Appeals to Prez Murmu

By

Published : Mar 27, 2023, 6:01 PM IST

Updated : Mar 27, 2023, 7:03 PM IST

রাষ্ট্রপতির কাছে আর্জি মুখ্যমন্ত্রী মমতার

কলকাতা, 27 মার্চ: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সংবিধান রক্ষার আবেদন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Appeals to Protect Indian Constitution) ৷ সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে সেই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী এই কথা বলেন ৷ এদিন রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আপনার কাছে আমার বিনীত অনুরোধ দয়া করে গরিব ও সকলের স্বার্থে গণতান্ত্রিক অধিকার রক্ষা করুন ৷ যেকোনও বিপর্যয় থেকে দেশকে রক্ষা করুন ৷ কারণ, বৈচিত্রের মধ্যে ঐক্যই আমাদের শিকড় ৷’’

রাষ্ট্রপতি হওয়ার পর সোমবারই প্রথম বাংলায় পা রাখলেন দ্রৌপদী মুর্মু ৷ এদিন সকালে কলকাতায় এসে তিনি নেতাজি ভবন ও জোড়াসাঁকোয় ঠাকুরবাড়ি পরিদর্শন করেন ৷ বিকেলে তাঁকে নেতাজি ইন্ডোরে সংবর্ধনা দেয় রাজ্য সরকার ৷ ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী নৃত্য়ে অংশগ্রহণ করে স্বাগত জানান রাষ্ট্রপতিকে ৷ তার পর ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতিকে ‘গোল্ডেন লেডি’ বলেও উল্লেখ করেন ৷ রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে গিয়ে ওড়িয়ায় ‘কেমন আছুন্তি’ও বলেন ৷

পাশাপাশি তিনি বাংলার শিক্ষা ও সংস্কৃতির কথা তুলে ধরেন তিনি ৷ জানান, বাংলায় যেমন অক্টোবরে দুর্গাপুজো হয়, তেমনই এই সময় অন্নপূর্ণা পুজো হয় ৷ তার সঙ্গে এখন যে রমজান মাস চলছে, সেই কথাও উল্লেখ করেন তিনি ৷ ইতিহাসের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সমাজ সংস্কার বাংলা থেকে হয়েছে ৷ স্বাধীনতা সংগ্রাম বাংলা থেকে শুরু হয়েছিল ৷’’

তাছাড়া তিনি যে মানবতার পক্ষে সেই কথাও এদিন রাষ্ট্রপতির সামনে তুলে ধরেন ৷ পাশাপাশি বাংলার উন্নয়নের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন তিনি ৷ কন্যাশ্রী প্রকল্পের ইউনেস্কো থেকে পুরস্কার প্রাপ্তি ও কেন্দ্রীয় সরকারের থেকে বাংলার সরকারের একাধিক পুরস্কার পাওয়ার কথাও তিনি জানান ৷

খুবই কম সময়ের মধ্যে দেওয়া ওই ভাষণে মুখ্যমন্ত্রী একেবারে শেষের দিকে এসে সংবিধান রক্ষার প্রসঙ্গ তোলেন ৷ রাষ্ট্রপতির কাছে সংবিধান রক্ষার আর্জি জানান ৷ প্রসঙ্গত, কেন্দ্রের বিজেপি (BJP) শাসিত সরকারের বিরুদ্ধে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে নষ্ট করার অভিযোগ বারবার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সম্প্রতি রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ (Rahul Gandhi Disqualification as MP) হওয়ার পরও সংবিধান লঙ্ঘন নিয়েও বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন তিনি ৷

তার পর এদিন কার্যত সেই প্রসঙ্গ মনে করিয়ে দিয়েই সংবিধান রক্ষার কথা বললেন মুখ্যমন্ত্রী ৷ রাজনৈতিক মহলের মতে, এদিন নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান ছিল অরাজনৈতিক ৷ ফলে সেখানে রাজনৈতিক কথা যে বলা যাবে না, তা বিলক্ষণ জানতেন মুখ্যমন্ত্রী ৷ সেই কারণেই কৌশলে তিনি সংবিধান রক্ষার প্রসঙ্গ তুলে বিজেপিকেই বিঁধলেন ৷

আরও পড়ুন:আদিবাসীর সাজে নাচের তালে রাষ্ট্রপতিকে সংবর্ধনা মমতার

Last Updated : Mar 27, 2023, 7:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details