কলকাতা, 14 মার্চ: প্রকাশ্যেই এবার চাকরিহারাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার ঋষি অরবিন্দের জন্ম সার্ধশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে চাকরিহারাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে প্রধান বিচারপতির উদ্দেশে তাঁর আবেদন, যারা অপরাধ করেছেন তাদের বিরুদ্ধে কড়া হন, কিন্তু চাকরিহারাদের বিষয়টি বিবেচনা করুন। আইন মেনে চাকরিহারাদের চাকরি ফিরিয়ে দেওয়া যায় কি না, সে বিষয়টিও বিবেচনা করার জন্য আবেদন জানিয়েছেন তিনি (Mamata Banerjee appeals for Job Losers)।
এদিন আদালতের উদ্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় ছিল আবেদনের সুর। আবেগপ্রবণ হয়েই মুখ্যমন্ত্রী এদিন বলেন, "আমি জেনেশুনে কখনও কোনও অন্যায় করিনি। এমনকী ক্ষমতায় আসার পর একজন সিপিএম ক্যাডারেরও চাকরি খাইনি। তাহলে তোমরা কেন খাচ্ছ ! দেওয়ার ক্ষমতা নেই কেড়ে নেওয়ার ক্ষমতা আছে ৷" এরপরই বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের একটা বক্তব্যকে উদ্ধৃতি করে মুখ্যমন্ত্রী বলেন, "আমি অশোক গঙ্গোপাধ্যায়ের একটা রায় দেখেছিলাম। চাকরি নিয়ে একটা কেস হয়েছিল সিপিএমের আমলে। উনি বলেছিলেন সংশোধন করে নাও যদি ভুল থাকে। কিন্তু চাকরি খাওয়ার কথা বলেননি। আর এখন কথায় কথায় তিন হাজার চাকরি বাদ, চার হাজার চাকরি বাদ।"
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, কেউ যদি নিচুতলায় অন্যায়ও করে থাকে, সবাই তো তৃণমূলের ক্যাডার নয়। বা সকলেই আমার সরকারের ক্যাডার নয়। সরকারের কর্মী হলেও তারা কোনও না কোনও পলিটিক্যাল পার্টির সমর্থক। তারা নীচে বসে কেউ যদি অন্যায় করে, আমার লোকও অন্যায় করে; আমি ন্যায়ের পথে থাকব। অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা আমার চিরকালের স্বভাব। কিন্তু আমি একটু ভেবে দেখতে বলব, কালকেও দু'জন সুইসাইড করেছে ৷ যদি কেউ ভুল করে থাকে তার দায়িত্ব তারা নেবে কেন!