পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Apologises: রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন মমতা - অখিল গিরি

রাষ্ট্রপতিকে নিয়ে (President Murmu) অখিল গিরির মন্তব্যের (Akhil Giri Remarks) জন্য এ বার ক্ষমা (Mamata Apologises) চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Mamata Banerjee apologises for Akhil Giri Remarks on President Murmu
রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন মমতা

By

Published : Nov 14, 2022, 5:18 PM IST

Updated : Nov 14, 2022, 8:09 PM IST

কলকাতা, 14 নভেম্বর: অখিল গিরির বক্তব্য (Akhil Giri Remarks) নিয়ে নীরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানিয়ে দিলেন রাষ্ট্রপতি (President Murmu) নিয়ে কারা প্রতিমন্ত্রী অখিল গিরির বক্তব্যে তাঁর সমর্থন নেই ৷ ওই মন্তব্যের জন্য এ দিন ক্ষমাও (Mamata Apologises) চেয়ে নেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, এই মন্তব্য করার জন্য অখিল গিরিকে সতর্কও করেছে দল ৷

আজ নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "মাননীয় রাষ্ট্রপতিকে আমরা সম্মান করি । তিনি অত্যন্ত শ্রদ্ধার মানুষ । তাঁর সম্পর্কে অখিলের এই মন্তব্য করা ঠিক হয়নি । এটাকে আমরা নিন্দা করেছি । দলের তরফে ওঁকে সতর্ক করা হয়েছে । আমরা ওঁর এই বক্তব্যকে সমর্থন করি না ৷ ওঁকে বলা হয়েছে এমনটা যেন আর ফারদার না করে ।"

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রশংসা করে মুখ্যমন্ত্রী আরও বলেন, "আমি ব্যক্তিগতভাবেই তাঁকে শ্রদ্ধা করি । আমি মনে করি সৌন্দর্য রঙের মধ্যে হয় না । সৌন্দর্য উপরে উপরে দেখার মধ্যেও হয় না । সৌন্দর্য হল ভেতরের সৌন্দর্য । তিনি ভীষণ ভালো মানুষ । আমি তাঁকে খুব সম্মান করি । অখিল যা করেছে, অন্যায় করেছে ।"

আরও পড়ুন:মুখ্যমন্ত্রী নিজে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান, দাবি লকেটের

এরপর অখিলের মন্তব্যের জন্য নিজে ক্ষমা চেয়ে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "আমি এই ঘটনার জন্য অ্যাপোলজি চাইছি । ইতিমধ্যেই আমার দল এই ঘটনার জন্য অ্যাপোলজি চেয়েছে । কারণ আমাদের রাষ্ট্রপতি এই পদের উপর অগাধ আস্থা এবং সম্মান রয়েছে । শুধু রাষ্ট্রপতি নন, প্রধানমন্ত্রী এবং অন্যান্য পদের উপরও আমাদের সম্মান রয়েছে । আমরা কোনও ব্যক্তি আক্রমণে বিশ্বাস করি না । এটা আমাদের দলের সংস্কৃতি নয় । দলের তরফ থেকে ইতিমধ্যেই তাঁকে সতর্ক করা হয়েছে । বলা হয়েছে, ভবিষ্যতে যেন এমন না হয় । ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি হলে দল ব্যবস্থা নেবে ।"

প্রসঙ্গত অখিল গিরি ইস্যুতে গত কয়েকদিন ধরে টানা বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি । এই ঘটনায় তারা অখিল গিরির পদত্যাগ দাবি করছে । এ দিনও এই ইস্যুতেই রাজভবনে যান রাজ্যের বিরোধী দলনেতা । সেখান থেকে বেরিয়ে তিনি সংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "রাজ্যপাল মহোদয় যাতে মুখ্যমন্ত্রীকে তাঁর মন্ত্রিসভার মন্ত্রীকে পদত্যাগ করার জন্য বলেন, সেই দাবি জানাতেই আমরা রাজভবন এসেছি । এই অবস্থায় আমরা মুখ্যমন্ত্রীকে বলছি, আগামী অধিবেশনের আগেই তিনি যদি অখিল গিরির বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেন তাহলে আমরা বিধানসভার ভেতরেও এই নিয়ে সরব হব ।" রাজ্যের বিরোধী দলনেতা যখন এসব বলছেন ঠিক তখনই উলটোদিকে মুখ্যমন্ত্রী অখিল গিরিকে নিয়ে প্রতিক্রিয়া দিলেন । আর সেখানে তিনি স্পষ্ট করে দিলেন বিরোধীরা যতই চাপ তৈরি করুক, অখিল গিরিকে সরানোর রাস্তায় তিনি হাঁটছেন না ।

Last Updated : Nov 14, 2022, 8:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details