পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ব়্যাগিং মুক্তির জন্য টোল ফ্রি নম্বর ঘোষণা মমতার, জেনে নিন

Toll free number to prevent ragging: রাজ্যকে ব়্যাগিংমুক্ত করার জন্য টোল ফ্রি নম্বর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জেনে নিন নম্বরটি ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Jan 8, 2024, 1:17 PM IST

Updated : Jan 8, 2024, 2:50 PM IST

কলকাতা, 8 জানুয়ারি: ব়্যাগিং মুক্তির জন্য টোল ফ্রি নম্বর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সাম্প্রতিক সময়ে বারবার ব়্যাগিং নিয়ে অস্বস্তির মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে । বিশেষ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনা গোটা দেশের নজর কেড়ে নিয়েছিল কয়েকদিন আগেই । এরপরই সরকার ব়্যাগিং-এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে ৷ আর আজ ধনধান্য স্টেডিয়ামে স্টুডেন্ট উইকের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিয়ে, ব়্যাগিং থেকে মুক্তির জন্য টোল ফ্রি নম্বর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নম্বরটি হল, 1800-345-5678 ৷

গত ডিসেম্বর মাসে ব়্যাগিংয়ের ঘটনায় গোটা রাজ্য উত্তাল হয়েছিল । তারপর থেকে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করে রাজ্য । এ দিন ছাত্রছাত্রীদের অনুষ্ঠানে সরাসরি মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গে না ঢুকলেও তিনি বলেন যে, ব়্যাগিং রুখতে একটি নতুন টোল ফ্রি নম্বর নিয়ে আসছে রাজ্য সরকার । আজ থেকেই এই টোল ফ্রি নম্বর চালু থাকবে ।

সোমবার এই মঞ্চ থেকেই যোগ্যশ্রী নামে একটি নতুন প্রকল্প চালু করেন বাংলার মুখ্যমন্ত্রী । এই প্রকল্প সম্পর্কে জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তপশিলি জাতি এবং জনজাতিভুক্ত পড়ুয়াদের চাকরি এবং জয়েন্টের পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেবে রাজ্য সরকার ৷ এই প্রশিক্ষণ নতুন প্রকল্পের মাধ্যমে সম্পন্ন হবে । এর জন্য প্রতি জেলায় দুটি করে কেন্দ্র থাকবে । তিনি এও জানিয়েছেন, 4300 জন পড়ুয়া এই প্রকল্পের সুবিধা পাবেন ।

এই মঞ্চ থেকেই এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, পড়ুয়াদের সরকারি কাজে ইন্টার্ন হিসাবেও নিয়োগ করবে রাজ্য সরকার । মূলত কলেজ পড়ুয়ারাই এক বছর ইন্টার্ন হিসাবে সরকারি বিভিন্ন দফতরে কাজ করার সুযোগ পাবেন । ওই সময় মাসে একজনকে 10 হাজার টাকা করে দেওয়া হবেও বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী । শুধু তাই নয়, তিনি আরও স্পষ্ট করেছেন যে ইন্টার্ন হিসেবে যাঁরা ভালো কাজ করবেন তাঁদের ভবিষ্যতে সরকারি দফতরে কাজের সুযোগও থাকছে ।

প্রসঙ্গত, এ দিন এই মঞ্চতেই প্রথমবার রাজ্যের নয়া মুখ্যসচিব বিপি গোপালিকা, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্যের নতুন ডিজি রাজীব কুমারকে উপস্থিত থাকতে দেখা যায় । এই অনুষ্ঠানের পরই মুখ্যমন্ত্রী সরাসরি কলকাতা থেকে গঙ্গাসাগরের উদ্দেশে রওনা দেন । আজ তাঁর গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে যাওয়ার কথা রয়েছে ।

আরও পড়ুন:

  1. আইনশৃঙ্খলা নিয়ে বিরোধীদের কটাক্ষ করলেও সন্দেশখালি প্রশ্নে স্পিকটি নট মমতা
  2. সন্দেশখালিতে যাওয়া ইডি আধিকারিকের বিরুদ্ধে চলছে সিবিআই তদন্ত, দাবি কুণাল ঘোষের
  3. ব়্যাগিংয়ের অভিযোগ, দক্ষিণের বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে সাসপেন্ড 78 পড়ুয়া
Last Updated : Jan 8, 2024, 2:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details