কলকাতা, 8 জানুয়ারি: ব়্যাগিং মুক্তির জন্য টোল ফ্রি নম্বর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সাম্প্রতিক সময়ে বারবার ব়্যাগিং নিয়ে অস্বস্তির মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে । বিশেষ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনা গোটা দেশের নজর কেড়ে নিয়েছিল কয়েকদিন আগেই । এরপরই সরকার ব়্যাগিং-এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে ৷ আর আজ ধনধান্য স্টেডিয়ামে স্টুডেন্ট উইকের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিয়ে, ব়্যাগিং থেকে মুক্তির জন্য টোল ফ্রি নম্বর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নম্বরটি হল, 1800-345-5678 ৷
গত ডিসেম্বর মাসে ব়্যাগিংয়ের ঘটনায় গোটা রাজ্য উত্তাল হয়েছিল । তারপর থেকে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করে রাজ্য । এ দিন ছাত্রছাত্রীদের অনুষ্ঠানে সরাসরি মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গে না ঢুকলেও তিনি বলেন যে, ব়্যাগিং রুখতে একটি নতুন টোল ফ্রি নম্বর নিয়ে আসছে রাজ্য সরকার । আজ থেকেই এই টোল ফ্রি নম্বর চালু থাকবে ।
সোমবার এই মঞ্চ থেকেই যোগ্যশ্রী নামে একটি নতুন প্রকল্প চালু করেন বাংলার মুখ্যমন্ত্রী । এই প্রকল্প সম্পর্কে জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তপশিলি জাতি এবং জনজাতিভুক্ত পড়ুয়াদের চাকরি এবং জয়েন্টের পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেবে রাজ্য সরকার ৷ এই প্রশিক্ষণ নতুন প্রকল্পের মাধ্যমে সম্পন্ন হবে । এর জন্য প্রতি জেলায় দুটি করে কেন্দ্র থাকবে । তিনি এও জানিয়েছেন, 4300 জন পড়ুয়া এই প্রকল্পের সুবিধা পাবেন ।