ভোটের হিংসায় মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা মমতার কলকাতা, 12 জুলাই:পঞ্চায়েত নির্বাচনের হিংসার বলি যাঁরা হয়েছেন, তাঁদের পরিবারপিছু 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার ৷ আজ এ কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি তিনি জানান, মৃতদের পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে ৷ ভোটের দিন ঘোষণা থেকে 19 জনের মৃত্যু হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ৷ সরকারি সাহায্যের ক্ষেত্রে দল নিয়ে কোনও ভেদাভেদ করা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ৷
ভোটকে ঘিরে বিক্ষিপ্ত কিছু ঘটনায় যে মৃত্যু হয়েছে, তার জন্য এ দিন দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে তাঁর প্রশ্ন, "ভাঙড়, ডোমকলে আমাদের কর্মীর মৃত্যু হয়েছে, আমরা তো জিতিনি । 71 হাজার বুথে ভোট হয়েছে ৷ আর ঘটনা ঘটেছে বড়জোর 60টি বুথে ৷ আর সেই বিক্ষিপ্ত ঘটনা ঘটানো হয়েছে পরিকল্পিতভাবে ৷ যে ভোট নষ্ট করেছে, পুকুরে ব্যালট বাক্স ফেলেছে, কেন তাঁদের গ্রেফতার হবে না ?"
অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি পুলিশকে ফ্রি-হ্যান্ড দিচ্ছেন বলে জানিয়েছেন মমতা ৷ তাঁর কথায়, "যাঁরা হিংসার পেছনে রয়েছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি পুলিশকে ফ্রি-হ্যান্ড দিচ্ছি ৷"
মমতার দাবি, তাঁর দল যথেষ্ট সংযত ও শান্ত ছিল ৷ তাঁর কথায়, "ভাঙড়ে জিতে গিয়েছিল তৃণমূল কংগ্রেস ৷ একটি স্কুলে বোমা জোগাড় করে রেখেছিল ওরা ৷ বিডিও-কে জোর করে লিখিয়ে নেওয়া হয় ৷ আরাবুল ইসলামের জায়গায় দল হেরেছে ৷ তাও কিছু বলিনি ৷ কারণ আমরা শান্তি চাই ৷ আমরা কারওকে কোনও গণ্ডগোল করার অনুমতি দিইনি ৷"
আরও পড়ুন:'সেলিব্রেশন নয়, 21 জুলাই এবার শ্রদ্ধা দিবস;' ঘোষণা মমতা
মমতা বন্দ্যোপাধ্য়ায় জানান, ভোটগণনার দিন রাতে সবাই ঘুমোতে চলে গিয়েছিলেন ৷ কিন্তু তিনি ও তাঁর দলের কর্মীরা রাত জেগে গণনার দিকে নজর রেখেছেন ৷ রাত তিনটের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয় ৷ তখনই অভিষেক তাঁকে ঘুমিয়ে পড়তে বলেন বলে জানান মমতা ৷ তাঁর কথায়, "অভিষেক বলল, দিদি এ বার আমি সব দেখে নিচ্ছি ৷ তুমি শুয়ে পড়ো ৷" এ দিন অভিষেকের নবজোয়ার কর্মসূচিরও প্রশংসা করে মমতা বলেন, গত দুমাস ধরে নবজোয়ার করে মানুষের কাছে গিয়ে তাঁর দল ভুল-ত্রুটি জানার চেষ্টা করেছে ৷
পঞ্চায়েত ভোটে কংগ্রেস, বিজেপি ও বামেরা একজোট বেঁধে তাঁর সরকারের বিরুদ্ধে কুৎসা করেছে বলে অভিযোগ করেন মমতা ৷ তাঁর কথায়, "রাম-বাম-শ্যাম জোট বেঁধেছে ৷ আমরা কী অপরাধ করেছি ? বিরোধী থাকার সময় শুধু মার খেয়েছি । বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বিদ্বেষমূলক মনোভাব দেখিয়েছে । আমি অপরাধ করলে শাস্তি দিন, মেনে নেব, কিন্তু এত মিথ্যে !" সংবাদমাধ্যমগুলির একাংশকে একহাত নিয়ে এ দিন মমতা অভিযোগ করেন যে, "বাংলার সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে ৷ এটা করবেন না ৷"