কলকাতা, 16 জানুয়ারি: অযোধ্যায় যেদিন রামমন্দিরের উদ্বোধন হবে, সেদিনই কলকাতায় সম্প্রীতি মিছিল করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ মঙ্গলবার তিনি এই ঘোষণা করেছেন ৷ তিনি জানিয়েছেন, আগামী 22 জানুয়ারি হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত ওই সম্প্রীতি মিছিল করবে তৃণমূল কংগ্রেস ৷ মিছিল হাজরা থেকে শুরু হওয়ার আগে কালীঘাট মন্দিরে পুজো দেবেন তিনি ৷ সর্বধর্মের মানুষ ওই মিছিলে থাকবেন ৷ পাশাপাশি জেলায় জেলায় ওই দিন দুপুর 3টেয় এই মিছিল আয়োজন করার কথাও বলেছেন তিনি ৷ সেদিন পার্ক সার্কাসে একটি সভাও করেন তিনি ৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‘মন্দির মসজিদ গুরুদ্বারা সবাইকেই ছুঁয়ে যাবে এই মিছিল ।’’ তিনি আরও বলেন, ‘‘আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন আমি বারবারই বলেছি ধর্ম যার যার নিজের উৎসব সবার । আমরা সব ধর্মকে নিয়ে চলার কথা বলি । এই কারণেই এই মিছিল মূলত সব ধর্মের ধর্মীয় স্থানকে ছুঁয়ে যাবে ।’’ এ দিন এই মিছিলে তিনি রাজ্যের সাধারণ মানুষকে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন । কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও সংহতি মিছিল হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।