কলকাতা, 16 মার্চ: বুধবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইউক্রেন থেকে আসা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন রাজ্যেই তাঁদের পড়াশোনার সুযোগের ব্যবস্থার করার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী ৷ এমনকি তাঁদের স্টাইপেন্ড দেওয়ার ব্য়বস্থা করা বলেও জানান তিনি ৷ চতুর্থ বর্ষের মেডিক্যাল ছাত্রদের সরকারি ও বেসরকারি কলেজে পড়ার সুযোগ করে দিতে চান মুখ্যমন্ত্রী ৷ এ নিয়ে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া-কে চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি ৷ এদিনের অনুষ্ঠানে ইউক্রেন ফেরত 391 জন ছাত্রছাত্রীর মধ্যে উপস্থিত ছিলেন 364 জন ৷
ইউক্রেন থেকে আসা ছাত্রছাত্রীদের সঙ্গে বুধবার কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী(Mamata on Ukraine Students)৷ শুনলেন তাঁদের অসুবিধার কথা ৷ এরপর তিনি পড়ুয়াদের সুবিধার জন্য় ঘোষণা করলেন কিছু পরিকল্পনা ৷
জানা গিয়েছে, ইউক্রেন থেকে প্রায় 391 জন ছাত্রছাত্রী ফিরেছেন, তাঁদের মধ্যে 11 জন ইন্টার্ন ৷ এদিন তাঁদের সমস্ত কথা শুনে মুখ্য়মন্ত্রী জানান, ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের পাশাপাশি মেডিক্যালে ইন্টার্নদের সুবিধা দেওয়া হবে ৷ এমনকি সরকারি মেডিক্যাল কলেজগুলোতে তাঁদের ইন্টার্নশিপ করতে দেওয়া হবে ৷ ব্যবস্থা করা হবে স্টাইপেন্ডেরও ৷ চতুর্থ ও পঞ্চম বর্ষের পড়ুয়াদের জন্য মেডিক্যাল কাউন্সিলে ইন্টার্নশিপের অনুমতির জন্য চিঠি দেওয়া হবে ৷ এমনকি প্রথম বর্ষে যদি কোনও পড়ুয়া ভর্তি হতে চান তাহলে তাঁর জন্য়ও বিশেষ ব্যবস্থা নেবে রাজ্য় সরকার ৷ তিনি জানান, প্রথম বর্ষের পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় বর্ষের জন্যও মেডিক্য়াল কমিশনের অনুমতি নিতে হবে। যদি মেডিক্যাল কাউন্সিল কমিশন অনুমতি দেয় তাহলে রাজ্য সরকারের জন্য় ধার্য ফি-তেই বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তির ব্যবস্থা করা হতে পারে।