পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee: 2-3 বছরের মধ্যে বাংলায় 10 লক্ষ চাকরি, জেলায় জেলায় হবে বিনামূল্যে ট্রেনিং সেন্টার: মমতা - বিনামূল্যে ট্রেনিং সেন্টার

Mamata Banerjee announces Rs 10 lakh jobs: আগামী 2 থেকে 3 বছরের মধ্যে বাংলায় 10 লক্ষ চাকরি হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি রাজ্য সরকার জেলায় জেলায় বিনামূল্যে ট্রেনিং সেন্টার তৈরি করবে বলে জানিয়েছেন তিনি ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 2:43 PM IST

Updated : Aug 28, 2023, 3:57 PM IST

কলকাতা, 28 অগস্ট: আগামী 2-3 বছরের মধ্যে বাংলায় 10 লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে ৷ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি তিনি জানান, ছেলেমেয়েরা যাতে ইংরেজি ও কম্পিউটার শিক্ষা নিয়ে চাকরি পেতে পারেন, সে জন্য জেলায় জেলায় বিনামূল্যে ট্রেনিং সেন্টার তৈরি করবে রাজ্য সরকার ৷

এ দিন মেয়ো রোডের সমাবেশে মমতা বলেন, "যাঁরা ইংরেজি ও কম্পিউটার শিখতে পারেননি বলে চাকরি পেতে অসুবিধে হচ্ছে, তাঁদের জন্য জেলায় জেলায় ট্রেনিং সেন্টার তৈরি করছে রাজ্য সরকার ৷ যাঁরা ইংরেজি ও কম্পিউটারের ট্রেনিং করতে চান, তাঁরা বিনামূল্যে এই সেন্টারে ট্রেনিং করতে পারবেন ৷ ট্রেনিং করলেই চাকরি একেবারে বাঁধা। আমি চাই না, ছাত্ররা বাইরে চলে যান ৷ পড়তে গেলেও পড়ে ফিরে আসুন ৷"

অন্যান্য রাজ্যে 40 শতাংশ বেকারত্ব বাড়লেও রাজ্যে দারিদ্র্য অনেক কমেছে বলে এ দিন দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "আগামী দুই-তিন বছরের মধ্যে বাংলায় 10 লাখ চাকরি দেব । 10 লাখ ছেলেমেয়েকে চাকরি দেওয়াটা কোনও ব্যাপারই নয় । ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বিভিন্ন শিল্পে এই ছেলেমেয়েদের নিয়োগ করা হবে ।"

শিক্ষকদের চাকরি বাতিলের প্রসঙ্গ তুলে এ দিন মমতা আরও বলেন, "শিক্ষকের 24,000 শূন্যপদ আছে । কিন্তু অনেকেই কোর্টে গিয়ে মামলা করছেন ৷ আপনারাও কোর্টে যান । বলুন যে কীভাবে নিয়োগ করতে হবে, বলে দিন । সেভাবেই নিয়োগ করা হবে । বিচারপতির কমিটির তত্ত্বাবধানে নিয়োগ হোক, তাতে আমার কোনও সমস্যা নেই । কিন্তু চাকরিটা তো হোক ৷"

আগামী তিন মাসের মধ্যে পুলিশে আট হাজার লোক নিয়োগ করা হবে বলেও এ দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, হাওড়ায় আরও 2 লক্ষ চাকরি হবে ৷ বানতলায় চাকরি হবে 5 লক্ষ ছেলেমেয়ের । দেউচা পাঁচামিতে আরও এক লক্ষ মানুষের চাকরি হবে । চাকরির অভাব নেই ।

আরও পড়ুন:শব্দবাজি নয়, সবুজ বাজি বানান; আয় কম হলেও জীবন বাঁচবে: মমতা

Last Updated : Aug 28, 2023, 3:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details