কলকাতা, 22 ডিসেম্বর :প্রাথমিক শিক্ষক নিয়োগে আবারও বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করেন, 2021-এর 31 জানুয়ারি অফলাইনে হবে প্রাথমিকের TET পরীক্ষা। পাশাপাশি, মুখ্যমন্ত্রীর পূর্ব ঘোষণা অনুযায়ী 16 হাজার 500 শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আগামীকাল প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে এবং ১০ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়া চলবে বলেও এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি আগেই বলেছিলাম 16 হাজার 500 শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে। আগামীকাল আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করবে। TET-এর যেটা আমি বলেছিলাম। ইন্টারভিউ হবে 2021-এর 10 থেকে 17 জানুয়ারি। আর নিয়োগের প্যানেল তৈরি হয়ে যাবে যত তাড়াতাড়ি সম্ভব। সবকিছুই নির্ভর করছে পরীক্ষা হওয়ার উপর। 31 জানুয়ারি তৃতীয় টেট পরীক্ষাও অফলাইনে হবে। এটাতে আড়াই লক্ষ প্রার্থী আছে, তাঁরা পরীক্ষা দেবে।"
প্রাথমিক শিক্ষকদের অনেকের মধ্যেই ক্ষোভ ছিল, যেখানে বাড়ি সেখান থেকে অনেক দূরের স্কুলে নিয়োগ হয়েছে । এই সংক্রান্ত সমস্যাগুলি নিয়ে রাজ্য কী ভাবছে, সেই বিষয়েও আজ কথা বলেন মুখ্যমন্ত্রী । প্রাথমিকে স্কুল শিক্ষকদের যে জেলায় বাড়ি সেই জেলাতেই বদলি করানোর চেষ্টা করছে বলে আশ্বাস দেন তিনি ।
এখনও পর্যন্ত বাড়ির কাছে বদলির জন্য 10 হাজার 163 টি আবেদন জমা পড়েছে । এর মধ্যে 6 হাজার 466 জন আবেদনকারীর যে জেলায় বাড়ি, সেই জেলাতে বদলি করা হয়ে গেছে বলে সাংবাদিক বৈঠকে জানান মুখ্যমন্ত্রী । তাঁর কথায়, "এখনও পর্যন্ত 64 শতাংশ আবেদনকারীর বাড়ির জেলায় বদলি হয়ে গেছে ।" বাকিদেরও সময়ের সঙ্গে সঙ্গে বাড়ির জেলায় বদলি করিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি ।
এছাড়াও মুখ্যমন্ত্রী জানান, মাধ্যমিক স্তরে 3 হাজার 852 জন শিক্ষকের বাড়ির জেলায় বদলি করা হয়েছে । মিউচুয়াল ট্রান্সফারের আবেদন গৃহীত হয়েছে 4 হাজার 594 টি । পাশাপাশি, প্রায় 35 হাজার পুলিশকর্মীকে বাড়ির কাছে বদলি করা হয়েছে ।
আরও পড়ুন : শিল্পে পঞ্চম রাজ্য, অমিত-বাণী উড়িয়ে দাবি সৌগতর
আজকের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আগাগোড়াই ব্যস্ত ছিলেন রাজ্যের উন্নয়নের খতিয়ান দিতে । কার্যত, মুখ্যমন্ত্রীর নিশানায় আজ ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । কিছুদিন আগেই বাংলা-সফরে এসে অমিত শাহ অভিযোগ করেছিলেন, বাংলায় কোনও উন্নয়ন হচ্ছে না । বিভিন্ন দিক থেকে বাংলা পিছিয়ে রয়েছে । আজ সাংবাদিক বৈঠকে অমিত শাহ-র সেই দাবিকে উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী । বললেন, একাধিক ক্ষেত্রে বাংলা দেশের মধ্যে এক নম্বরে রয়েছে । দারিদ্র দূরীকরণ থেকে শুরু করে একশো দিনের কাজ, গ্রামীণ সড়ক নির্মাণ, এমএসএমই, স্কিল ডেভেলপমেন্ট, সংখ্যালঘু স্কলারশিপ, ই-গভর্নেন্স... বিভিন্ন ক্ষেত্রে বাংলা দেশের মধ্যে এক নম্বরে রয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী । দেশের তুলনায় বাংলার জিডিপি-ও বেশি বলে আজ সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী ।