কলকাতা, 24 সেপ্টেম্বর : কোরোনা আবহে বাংলার পুজো বাঁচাতে দরাজ হস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের । পুজো কমিটিগুলিকে 50 হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি । পুজোর জন্য CESC বিদ্যুতে ছাড় মিলবে 50 % । সিভিক ভলান্টিয়ার ও আশা কর্মীদের বেতন বৃদ্ধিরও ঘোষণা করেন তিনি । হকারদের 2000 টাকা করে পুজো উপহার দেওয়ার কথাও বলেন ।
পুজো মণ্ডপে সামাজিক দূরত্ব বিধিকে মান্যতা দিতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করে একগুচ্ছ দাওয়াই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি নির্দেশ দিলেন, "এবারের পুজোতে আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে । পুজোর পরে যেন অসুখ ছড়িয়ে না পড়ে তা দেখতে হবে । খোলামেলা মণ্ডপ তৈরি করতে হবে । দর্শনার্থীদের এক জায়গা দিয়ে প্রবেশ করাতে হবে । অন্য জায়গা দিয়ে বের করতে হবে । ঢোকার সময় প্যান্ডেলে স্যানিটাইজ়ারের ব্যবস্থা আবশ্যকভাবে রাখতে হবে । দর্শনার্থীরা সকলেই যাতে মাস্ক পরেন সে দিকে নজর রাখতে হবে । যারা মাস্ক পরে আসবেন না, প্রবেশ পথে তাঁদের জন্য মাস্কের ব্যবস্থা করতে হবে । অঞ্জলি দিতে গিয়ে গাদাগাদি ভিড় যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে । অঞ্জলির জন্য আলাদা আলাদা সময় করতে হবে । সিঁদুর খেলার জন্য আলাদা আলাদা সময় করতে হবে । ভিড় এড়াতে পুজোতে বেশি ভলান্টিয়ার রাখতে হবে । পুজো মণ্ডপের আশেপাশে যেন কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান না হয় । সাংস্কৃতিক অনুষ্ঠান হলে ভিড় বাড়বে । পুজোর পুরস্কার দেওয়ার জন্য একসঙ্গে দু'টোর বেশি গাড়ি মণ্ডপ চত্বরে প্রবেশ করানো যাবে না । মণ্ডপের আগে গোল-গোল দাগ কেটে দিতে হবে । ট্র্যাফিক পুলিশকে মাস্ক, শিল্ড, গ্লাভস পরতে হবে । সংবাদ মাধ্যমে প্রচার করে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে । যে কোনও মূল্যে ভিড় এড়াতে হবে ।"