কলকাতা, 11 সেপ্টেম্বর: নির্বাচনের আগেই ধূপগুড়িকে আলাদা মহকুমা করার প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ধূপগুড়ির মাটিতে দাঁড়িয়ে ডিসেম্বরের মধ্যে নতুন মহকুমা হওয়ার কথা ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন মিটতেই সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন মহকুমা হচ্ছে জলপাইগুড়ির ধূপগুড়ি।
এ দিন বিদেশ সফরে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান । পাঁচ বছরের মাথায় আরও একবার বিদেশ সফরের জন্য আগামিকাল মঙ্গলবার রওনা হচ্ছেন তিনি । তার আগে নবান্নে এসে ধূপগুড়িকে মহকুমা করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী । এ দিন তিনি প্রশাসনিক স্তরে যাবতীয় বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন । বিদেশ সফর শেষ করে রাজ্যে ফিরে আসার পর এই সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর দেবেন তিনি । এ দিন নবান্ন থেকে সে কথাই জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।