পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dhupguri Sub Division: প্রতিশ্রুতি রাখলেন মমতা, ধূপগুড়ি হচ্ছে আলাদা মহকুমা - জলপাইগুড়ি

Mamata Banerjee on Dhupguri Sub Division: ভোটের আগে ধূপগুড়িকে আগামী ডিসেম্বরের মধ্যে মহকুমা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, জলপাইগুড়ির ধূপগুড়ি এবার মহকুমা হবে ৷

Dhupguri Sub Division
Dhupguri Sub Division

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 4:59 PM IST

Updated : Sep 11, 2023, 6:35 PM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর: নির্বাচনের আগেই ধূপগুড়িকে আলাদা মহকুমা করার প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ধূপগুড়ির মাটিতে দাঁড়িয়ে ডিসেম্বরের মধ্যে নতুন মহকুমা হওয়ার কথা ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন মিটতেই সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন মহকুমা হচ্ছে জলপাইগুড়ির ধূপগুড়ি।

এ দিন বিদেশ সফরে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান । পাঁচ বছরের মাথায় আরও একবার বিদেশ সফরের জন্য আগামিকাল মঙ্গলবার রওনা হচ্ছেন তিনি । তার আগে নবান্নে এসে ধূপগুড়িকে মহকুমা করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী । এ দিন তিনি প্রশাসনিক স্তরে যাবতীয় বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন । বিদেশ সফর শেষ করে রাজ্যে ফিরে আসার পর এই সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর দেবেন তিনি । এ দিন নবান্ন থেকে সে কথাই জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

ধূপগুড়ি নিয়ে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘যেহেতু ভোটের সময় আমরা বলেছিলাম, ধূপগুড়ি মহকুমা হবে । ধূপগুড়িতে মহকুমা হচ্ছে । ধূপগুড়ি, বানারহাটের কিছু অংশ নিয়ে, ধূপগুড়ি টাউন নিয়ে, ধূপগুড়ি গ্রামীণ অঞ্চল নিয়ে, মহকুমা হচ্ছে । এটা আজকে সিদ্ধান্ত হয়ে গিয়েছে ।’’

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই ধূপগুড়ির মানুষের একটা বড় অংশ আলাদা নাগরিক মঞ্চের ব্যানারে ধূপগুড়িতে মহকুমা হিসেবে ঘোষণা করার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছিল । তাদের দীর্ঘদিনের দাবি ছিল, নাগরাকাটা, বানারহাট, ধূপগুড়ি ব্লক, ধূপগুড়ি পৌরসভা এলাকাকে নিয়ে আলাদা মহাকুমা তৈরি হোক । একুশের বিধানসভা নির্বাচনের আগেও এই একই আশ্বাস দিয়েছিল তৃণমূল । কিন্তু সেবার হেরে গিয়েছিল রাজ্যের শাসক দল । কিন্তু এবার নির্বাচনে জয়ের পর ওই অঞ্চলে মানুষের দাবিপূরণে কালক্ষেপ করল না রাজ্য সরকার ।

আরও পড়ুন:অভিষেকের মহকুমা ঘোষণার টোটকাতেই ধূপগুড়ি জয়, দাবি তৃণমূলের; সংখ্যালঘু ভোটকে দুষছে বিজেপি

Last Updated : Sep 11, 2023, 6:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details