পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CM Mamata Banerjee: খেলোয়াড়দের সিভিক ভলান্টিয়ারের চাকরি, টুইটে ঘোষণা মুখ্যমন্ত্রীর - Mamata Banerjee Announces

ক্রীড়া প্রতিযোগিতায় সফল হলে মিলবে সিভিক ভলান্টিয়ারের চাকরি ৷ 58 জন খেলোয়াড়ের সিভিক ভলান্টিয়ারের চাকরি পাওয়ার কথা জানিয়ে টুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Jul 25, 2023, 11:06 PM IST

কলকাতা, 25 জুলাই:বরাবরই খেলোয়াড়দের উৎসাহ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার ক্রীড়া প্রতিযোগিতায় সফল খেলোয়াড়দের জন্য সিভিক ভলান্টিয়ারের চাকরি ঘোষণা করল রাজ্য সরকার । মঙ্গলবার সফল 58 জন খেলোয়াড়ের সিভিক ভলান্টিয়ারের চাকরি ঘোষণা করে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই খেলোয়াড়দের একটা বড় অংশ জঙ্গলমহলের বাসিন্দা ।

এদিন টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় যা লিখেছেন, "আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি রাজ্য সরকার বিশেষ ক্যাটাগরিতে সিভিক ভলান্টিয়ার পদে আরও 58 জনের চাকরিতে সিলমোহর দিয়েছে ।" জঙ্গলমহল কাপ, সৈকত কাপ, রাঙামাটি উত্‍সবে একাধিক টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল ৷ এই টুর্নামেন্টে যারা চ্যাম্পিয়ন এবং রানার্স হয়েছে তাদের চাকরি দেওয়া হয়েছে । তিনি আরও জানান, রাজ্যের প্রতিভাবান ক্রীড়াবিদদের সরকার উত্‍সাহিত করার প্রক্রিয়া বজায় রাখবে ৷ তাঁদের কেরিয়ার গঠনেও সচেষ্ট থাকবে ।

আরও পড়ুন:ইন্ডিয়া নামটা পছন্দ হয়েছে বলেই প্রধানমন্ত্রী এসব কথা বলছেন, কটাক্ষ মমতার

প্রসঙ্গত, ফুটবল খেলোয়াড়দের জন্য ক্লাবগুলিকে বল উপহার দেওয়া থেকে শুরু করে দূর-দূরান্তের গ্রামের তরুণদের খেলাধুলায় উত্‍সাহিত করতে রাজ্য সরকার বিভিন্ন ক্রীড়ানুষ্ঠান আয়োজন করা হয় বিভিন্ন সময়ে । এবার আরও একধাপ এগিয়ে তাদের নিয়োগ করে বর্তমান প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । নবান্নের তরফ থেকে জানানো হয়েছে, এই বিশেষ ক্যাটাগরিতে 2016-17 সাল থেকে এই ক্রীড়ানুষ্ঠানগুলির বিজয়ী এবং রানার্স হিসাবে 4266 জনকে নিয়োগ করা হয়েছে। মঙ্গলবার সেই তালিকায় সংযুক্ত হয়েছে আরও 57 জনের নাম সংযুক্ত হয়েছে । এরা রাজ্য সরকার জঙ্গলমহল কাপ, সৈকত কাপ এবং রাঙ্গামাটি ক্রীড়া উত্‍সবে বিজয়ী এবং রানার্স।

এদিকে মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় রাজভবনে দেখা করেন রাজ্যপাল সিভি আন্দন বোসের সঙ্গে দেখা করেন ৷ তার পর বাইরে এসে বিরোধী জোটের পক্ষ নিয়ে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷

আরও পড়ুন:জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে বিরোধী জোট 'ইন্ডিয়া'র তুলনা নরেন্দ্র মোদির

ABOUT THE AUTHOR

...view details