কলকাতা, 8 মে: অশান্ত মণিপুরে আটকে পড়া বাংলার 18 জন পড়ুয়াকে উদ্ধার করল রাজ্য সরকার ৷ সোমবার টুইট করে এই খবর জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি জানিয়েছেন, এ দিন সকাল 10টা 15 মিনিটে বিশেষ বিমানে ওই পড়ুয়ারা কলকাতা বিমানবন্দরে পৌঁছান ৷
ওই টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, মণিপুরের ইম্ফলে কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে কৃষি মহাবিদ্যালয়ের 18 জন পড়ুয়া নবান্নের কন্ট্রোল রুমে যোগাযোগ করেছিলেন ৷ তাঁরা আটকে পড়েছিলেন অশান্ত মণিপুরে ৷ বিশেষ বিমানের ব্যবস্থা করে ওই পড়ুয়াদের সোমবার কলকাতায় ফিরিয়ে আনা হয় ৷ এ দিন সকাল 10টা 15 মিনিটে তাঁরা কলকাতা বিমানবন্দরে পৌঁছান ৷
ওই টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, ওই পড়ুয়াদের কেউ বিএসসি পড়ছিলেন ৷ কেউ পাঠরত ছিলেন এমএসসি-তে ৷ আবার কেউ গবেষণা করছিলেন ৷ কলকাতা বিমানবন্দরে মণিপুর নিয়ে যে স্পেশাল ডেস্ক তৈরি করা হয়েছে রাজ্য সরকারের তরফে, সেখানে উপস্থিত থাকা আধিকারিকরা এ দিন সকালে ওই পড়ুয়াদের বিমানবন্দরে স্বাগত জানান ৷ তাঁদের বাড়ি ফেরার ব্যবস্থাও করে দেন ৷
তিনি আরও জানিয়েছেন, মণিপুরে আরও অনেকে আটকে রয়েছেন ৷ তাঁদেরও উদ্ধার করার চেষ্টা চলছে ৷ সেখানে সমস্যায় পড়া সকলের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ একই সঙ্গে জানিয়েছেন যে এই পড়ুয়াদের উদ্ধারের খবর দিতে পেরে তিনি নিশ্চিন্ত বোধ করছেন ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, দিনকয়েক আগে মণিপুরে উপজাতিদের গোলমালে অশান্তি ছড়ায় ৷ তার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ সেখানে সেনা ও আধাসেনার সংখ্যা বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে প্রশাসনের তরফে ৷ এমনকী, গোলমালের চরম পরিস্থিতিতে শুট অ্যাট সাইটের নির্দেশও দেওয়া হয় ৷
উত্তর পূর্ব ভারতের ওই রাজ্যের পরিস্থিতি নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি আগেই টুইট করেছেন এই নিয়ে ৷ কেন্দ্রীয় সরকারের কাছে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার দাবিও জানিয়েছিলেন ৷ তবে সোমবার তাঁর টুইট থেকে জানা গেল যে রাজ্য সরকারও সেখানে আটকে পড়াদের উদ্ধারে তৎপর রয়েছে ৷ আগামিদিনেও সেই কাজ চলবে ৷ তবে মণিপুরে বাংলার ঠিক কতজন এখনও আটকে রয়েছেন, সেই সংখ্যা এখনও পর্যন্ত মেলেনি ৷
আরও পড়ুন:মণিপুরে 23 হাজার নাগরিককে উদ্ধার করল সেনা, চূড়াচাঁদপুরে শিথিল কারফিউ