পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee and Suvendu Adhikari Meeting: বুধে ফের মুখোমুখি মমতা-শুভেন্দু ! - শুভেন্দু অধিকারী

আগামী বুধবার কি ফের মুখোমুখি হবেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ও শুভেন্দু অধিকারী (Mamata Banerjee and Suvendu Adhikari Meeting) ? শীঘ্রই মিলবে উত্তর ৷

Mamata Banerjee and Suvendu Adhikari can meet face to face on 15th February
ফাইল ছবি

By

Published : Feb 13, 2023, 6:21 PM IST

কলকাতা, 13 ফেব্রুয়ারি:সোমবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ অন্যদিকে, নিজের বক্তব্য রাখার সময় বিরোধী দলনেতাকেও একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ কিন্তু, এই উত্তাপের মধ্যেও আবারও মুখোমুখি হতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলনেতা (Mamata Banerjee and Suvendu Adhikari Meeting) ৷ দীর্ঘদিন ধরে রাজ্যে তথ্য কমিশনার নিয়োগের বিষয়টি ঝুলে রয়েছে ৷ যতদূর জানা যাচ্ছে, আমি বুধবার অর্থাৎ 15 ফেব্রুয়ারি এই বিষয়টি নিয়ে বৈঠক হতে চলেছে ৷ বৈঠকের জন্য আমন্ত্রণ পেয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ ওই দিন মুখ্যমন্ত্রীর ঘরেই বৈঠক হবে বলে শোনা যাচ্ছে ৷ দুপুর 12টা নাগাদ এই বৈঠক হবে ৷ বিরোধী দলনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তিনি এই বৈঠকে যোগ দিতে পারেন ৷ তবে, আনুষ্ঠানিকভাবে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি ৷ এখন দেখার, বুধবারের ওই বৈঠকে বিরোধী দলনেতা আদৌ যোগ দেন কি না !

রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগের ক্ষেত্রে একটি প্রোটোকল রয়েছে বিধানসভায় ৷ সেই অনুসারে, এই পদে নিয়োগের জন্য মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা এবং পরিষদীয় মন্ত্রীকে বৈঠকে বসতে হয় ৷ সেক্ষেত্রে যদি বিরোধী দলনেতা বৈঠকে না-আসেন, তাহলে প্রোটোকল ভঙ্গ করা হবে এবং বিষয়টি সম্পর্কে রাজ্যের সাংবিধানিক প্রধান, অর্থাৎ রাজ্যপালকে অবহিত করা হবে ৷ আর যদি বিরোধী দলনেতা এই বৈঠকে যোগ দেন, তাহলে এই বৈঠকে গৃহীত সিদ্ধান্ত মেনেই তথ্য কমিশনার নিয়োগ করা হবে ৷

আরও পড়ুন:বিধানসভায় শুভেন্দুর হয়ে অধ্যক্ষের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী

এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, তথ্য কমিশনার পদে নিয়োগের জন্য মোট 15 জনের আবেদন জমা পড়েছিল ৷ এদের মধ্য়ে বয়সজনিত কারণে দু'জনের আবেদন ইতিমধ্যেই বাতিল করা হয়েছে ৷ বাকি 13 জনের মধ্যে থেকেই কোনও একজনকে তথ্য কমিশনার হিসাবে বেছে নেওয়া হবে বলে মনে করা হচ্ছে ৷

প্রসঙ্গত, গত বছরও তথ্য কমিশনার নিয়োগের জন্য একটি বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নবান্নে সেই বৈঠক অনুষ্ঠিত হলেও অনুপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা ৷ তার কারণ হিসাবে ব্যক্তিগত কর্মসূচি নিয়ে ব্যস্ততার কথা বলেছিলেন তিনি ৷ এখন দেখার এবারের বৈঠকে শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী যোগ দেন কি না !

ABOUT THE AUTHOR

...view details