কলকাতা, 5 ডিসেম্বর: উদ্বোধন হল 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৷ নেতাজি ইনডোর স্টেডিয়ামে উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সঙ্গে বিশেষ অতিথি বলিউডের 'ভাইজান' প্রদীপ জ্বালিয়ে চলচ্চিত্র উৎসবের সূচনা করেন ৷ তিনি ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অনিল কাপুর, সোনাক্ষী সিনহা, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ অন্যান্য তারকারা ৷
এ দিনের অনুষ্ঠানে বিশেষ সম্মাননা দেওয়া হয় সলমন খানকে ৷ তাঁর হাতে স্মারক তুলে দেন টলিউডের অভিনেতা দেব ৷ এ দিন উপস্থিত অতিথিদের ও প্রবীণ তারকাদের সংবর্ধনা দেওয়া হয় ৷ অনুষ্ঠানের শুরুতেই নৃত্য পরিবেশন করেন ডোনা গঙ্গোপাধ্যায়ের দল ৷ তাঁরা যে গানে নৃত্য পরিবেশন করেন, সেই গানের কথা ও সুর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ ছাড়াও এ দিন চলচ্চিত্র উৎসবের সিগনেচার অডিয়ো-ভিস্যুয়াল দেখানো হয় ৷ যে গানটি তাতে ব্যবহার করা হয়েছে, তা লিখেছেন শ্রীজাত ও গানটি গেয়েছেন অরিজিৎ সিং ৷ এই গানে মঞ্চে কোমর দোলান সলমন, সোনাক্ষী, শত্রুঘ্ন, অনিল কাপুর-সহ অন্যান্য তারকারা ৷ তাঁদের সঙ্গ দেন মুখ্যমন্ত্রীও ৷
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই প্রথমবার সিলভার স্ক্রিন এবং মাল্টিপ্লেক্সেও ফিল্ম দেখানো হবে । নন্দন-সহ শহরজুড়ে 23টি প্রেক্ষাগৃহে দেখানো হবে ছবি । সুতরাং শহরের যে কোনও প্রান্তেই এ বার ফিল্ম দেখার সুযোগ রয়েছে সিনেপ্রেমীদের । এ বছর 1590টি ছবি জমা পড়েছিল । কম্পিটিশিন ক্যাটাগরিতে দেখানো হবে 72টি ফিচারফিল্ম, 50টি শর্ট ফিল্ম এবং ডকুমেন্টারি । নন কম্পিটিশন ক্যাটাগরিতে আছে 97টি ছবি । 39টি দেশ থেকে ছবির মনোনয়ন পত্র জমা পড়েছে এ বার । তার মধ্যে দেখানো হবে মোট 219টি ছবি । এ বার বেঙ্গলি প্যানোরমা বিভাগে দেখানো হবে সাতটি বাংলা ছবি- 'মন পতঙ্গ', 'বিজয়ার পরে', 'আবার আসিব ফিরে', 'বনবিবি', 'অনাথ', 'অসম্পূর্ণ', 'মাতৃপক্ষ'।
আর দেব আনন্দ ভক্তদের জন্যও রয়েছে তাঁর সাতটি ফিল্ম - 'সাজা', 'জনি মেরা নাম', 'গাইড', 'জুয়েল থিফ', 'জিৎ', 'সিআইডি', 'বাজি'। রয়েছে খেলা বিষয়ক এবং পরিবেশ বিষয়ক ছবিও । উৎসব চলবে 12 ডিসেম্বর পর্যন্ত ৷
আরও পড়ুন:
- বেঙ্গলি প্যানোরামা বিভাগে নির্বাচিত দেবপ্রতীমের ছবি 'আবার আসিব ফিরে', তালিকায় স্বস্তিকার 'বিজয়ার পরে'
- সিনেমায় সচেতনতার বার্তা, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল পাঁচটি পরিবেশ বিষয়ক ছবি
- জন্মশতবর্ষে স্মরণ 'এভারগ্রিন' দেব আনন্দকে, কিফে জায়গা পেল অভিনেতার সেরা 7 ছবি