পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সাড়ম্বরে যাত্রা শুরু চলচ্চিত্র উৎসবের, প্রদীপ জ্বালিয়ে উদ্বোধনে মমতা-সলমন

Kolkata International Film Festival 2023: সাড়ম্বরে যাত্রা শুরু হল 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৷ প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সলমন খান ও অন্যান্য তারকারা ৷

Kolkata International Film Festival 2023
29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

By ETV Bharat Bangla Team

Published : Dec 5, 2023, 5:10 PM IST

Updated : Dec 5, 2023, 5:27 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর: উদ্বোধন হল 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৷ নেতাজি ইনডোর স্টেডিয়ামে উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সঙ্গে বিশেষ অতিথি বলিউডের 'ভাইজান' প্রদীপ জ্বালিয়ে চলচ্চিত্র উৎসবের সূচনা করেন ৷ তিনি ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অনিল কাপুর, সোনাক্ষী সিনহা, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ অন্যান্য তারকারা ৷

এ দিনের অনুষ্ঠানে বিশেষ সম্মাননা দেওয়া হয় সলমন খানকে ৷ তাঁর হাতে স্মারক তুলে দেন টলিউডের অভিনেতা দেব ৷ এ দিন উপস্থিত অতিথিদের ও প্রবীণ তারকাদের সংবর্ধনা দেওয়া হয় ৷ অনুষ্ঠানের শুরুতেই নৃত্য পরিবেশন করেন ডোনা গঙ্গোপাধ্যায়ের দল ৷ তাঁরা যে গানে নৃত্য পরিবেশন করেন, সেই গানের কথা ও সুর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ ছাড়াও এ দিন চলচ্চিত্র উৎসবের সিগনেচার অডিয়ো-ভিস্যুয়াল দেখানো হয় ৷ যে গানটি তাতে ব্যবহার করা হয়েছে, তা লিখেছেন শ্রীজাত ও গানটি গেয়েছেন অরিজিৎ সিং ৷ এই গানে মঞ্চে কোমর দোলান সলমন, সোনাক্ষী, শত্রুঘ্ন, অনিল কাপুর-সহ অন্যান্য তারকারা ৷ তাঁদের সঙ্গ দেন মুখ্যমন্ত্রীও ৷

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই প্রথমবার সিলভার স্ক্রিন এবং মাল্টিপ্লেক্সেও ফিল্ম দেখানো হবে । নন্দন-সহ শহরজুড়ে 23টি প্রেক্ষাগৃহে দেখানো হবে ছবি । সুতরাং শহরের যে কোনও প্রান্তেই এ বার ফিল্ম দেখার সুযোগ রয়েছে সিনেপ্রেমীদের । এ বছর 1590টি ছবি জমা পড়েছিল । কম্পিটিশিন ক্যাটাগরিতে দেখানো হবে 72টি ফিচারফিল্ম, 50টি শর্ট ফিল্ম এবং ডকুমেন্টারি । নন কম্পিটিশন ক্যাটাগরিতে আছে 97টি ছবি । 39টি দেশ থেকে ছবির মনোনয়ন পত্র জমা পড়েছে এ বার । তার মধ্যে দেখানো হবে মোট 219টি ছবি । এ বার বেঙ্গলি প্যানোরমা বিভাগে দেখানো হবে সাতটি বাংলা ছবি- 'মন পতঙ্গ', 'বিজয়ার পরে', 'আবার আসিব ফিরে', 'বনবিবি', 'অনাথ', 'অসম্পূর্ণ', 'মাতৃপক্ষ'।

আর দেব আনন্দ ভক্তদের জন্যও রয়েছে তাঁর সাতটি ফিল্ম - 'সাজা', 'জনি মেরা নাম', 'গাইড', 'জুয়েল থিফ', 'জিৎ', 'সিআইডি', 'বাজি'। রয়েছে খেলা বিষয়ক এবং পরিবেশ বিষয়ক ছবিও । উৎসব চলবে 12 ডিসেম্বর পর্যন্ত ৷

আরও পড়ুন:

  1. বেঙ্গলি প্যানোরামা বিভাগে নির্বাচিত দেবপ্রতীমের ছবি 'আবার আসিব ফিরে', তালিকায় স্বস্তিকার 'বিজয়ার পরে'
  2. সিনেমায় সচেতনতার বার্তা, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল পাঁচটি পরিবেশ বিষয়ক ছবি
  3. জন্মশতবর্ষে স্মরণ 'এভারগ্রিন' দেব আনন্দকে, কিফে জায়গা পেল অভিনেতার সেরা 7 ছবি
Last Updated : Dec 5, 2023, 5:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details