পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata-Nitish Meeting: মমতা-নীতীশের বৈঠকে বিজেপি বিরোধী জোটবার্তা, ইগো ছেড়ে লড়াইয়ের ডাক তৃণমূল নেত্রীর - নবান্নে মমতা নীতীশ বৈঠক

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিরোধী জোটের বৈঠক বিহারে ডাকতে তিনি নীতীশ কুমারকে অনুরোধ করেছেন ৷ সেই বৈঠকে স্থির হতে পারে পরবর্তী বিষয়গুলি ৷

ETV Bharat
নবান্নে মমতা বন্দ্য়োপাধ্যায়, নীতীশ কুমার ও তেজস্বী যাদব

By

Published : Apr 24, 2023, 3:19 PM IST

Updated : Apr 24, 2023, 4:26 PM IST

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

কলকাতা, 24 এপ্রিল: সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ৷ তিন নেতা-নেত্রীর এদিনের বৈঠকে বিরোধী জোট নিয়ে কথা হয়েছে বলে বৈঠক শেষে জানিয়েছেন মমতা ও নীতীশ ৷ বিজেপিকে দেশের মসনদ থেকে হঠাতে ইগো ছেড়ে একসঙ্গে লড়াইয়ের প্রয়োজনীয়তার কথা এদিন জানান মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এদিন মমতা-নীতীশ বৈঠকের আগে কংগ্রেসের সঙ্গে জোট সমীকরণ কী হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল ৷ কিন্তু সেই সমস্ত প্রশ্ন উড়িয়ে একসঙ্গে লড়াইয়ের বার্তা দিয়েছেন মমতা । জানিয়েছেন, বিজেপিকে জিরো করতে ইগো ছেড়ে একসঙ্গে কাজ করতে প্রস্তুত তিনি ৷ বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও জানান, বৈঠকে বিজেপি বিরোধী সমস্ত দলের একমঞ্চে আসা নিয়ে কথা হয়েছে ৷ লোকসভা ভোটের আগেই এই বিষয়ে যাবতীয় প্রস্তুতি নেওয়া হবে ৷ দেশের স্বার্থেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে ৷

এদিন বৈঠকের পর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "ভালোই আলোচনা হয়েছে । আমাদের তো অতীতে বোঝাপড়া ছিলই । আগামীতেও আসা-যাওয়া হবে । আগামীতে যে লোকসভা নির্বাচন রয়েছে তার জন্য সবাই মিলেমিশে প্রস্তুতি নেওয়া হোক, এই বিষয়ে কথা হয়েছে । সবাই এক জায়গায় বসে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হোক । যাই আগে হবে তা দেশের মঙ্গলের জন্যই হবে ।"

বিজেপিকে কটাক্ষ করে নীতীশ এদিন জানান, বর্তমানে যারা শাসন ক্ষমতায় রয়েছে তাদের দেশের মানুষের সঙ্গে কোনও যোগাযোগ নেই, দেশের স্বার্থ নিয়ে তারা ভাবিত নন, তারা শুধু নিজেদের প্রচার করছেন । দেশের অগ্রগতির জন্য কোনও কাজ হচ্ছে না । শুধু উনাদেরই চর্চা হচ্ছে । বিজেপির বিরুদ্ধে কেন এই ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রয়োজন তার ব্যাখ্যা দিয়েছেন নীতীশ কুমার । তিনি বলেন, "আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানার প্রয়োজন রয়েছে । সকলে একত্রিত না-হলে ওরা ইতিহাস বদলে দেবে । এই জন্যই আমরা সকলের সঙ্গে কথা বলছি । সে কারণেই একত্রে লড়াই এর প্রয়োজন রয়েছে ।

আরও পড়ুন: তৃণমূলের জনসংযোগ যাত্রার সাফল্যে মানুষের আশীর্বাদ চান মমতা, 'দিদি'কে ধন্যবাদ অভিষেকের

তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এদিন জানিয়ে দেন, একসঙ্গে লড়াইয়ে আপত্তি নেই তাঁর । বিরোধী দলগুলির শীর্ষ নেতৃত্বের প্রথম বৈঠক তিনি বিহারে ডাকার অনুরোধ করেছেন নীতীশ কুমারের কাছে ৷ সোমবার সাংবাদিক বৈঠকে মমতা বলেন, "জয়প্রকাশ নারায়ণ তাঁর আন্দোলন বিহার থেকে শুরু করেছিলেন । আমি নীতীশজী'কে অনুরোধ করেছি এক্ষেত্রেও জোটের প্রথম বৈঠক বিহারের অনুষ্ঠিত হোক । সেখানে ঘরোয়াভাবে বসে আমরা ঠিক করব আমাদের কী করতে হবে কোথায় যেতে হবে ৷" কোনও আসনে কে লড়বে, জোটের কর্মসূচি, ইস্তাহার নিয়ে আলোচনা হওয়ার আগে দেশের মানুষকে জোটবার্তা দেওয়া প্রয়োজন বলে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্টভাবে বলেন, "আমি তো আগেই বলেছি আমার এক সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াইয়ে কোন আপত্তি নেই । আমি চাই বিজেপি শূন্যতে পৌঁছে যাক । কিছু না-করে শুধুমাত্র মিডিয়ার দৌলতে বিজেপি হিরো হয়ে গিয়েছে । মিথ্যা ভিডিয়ো তৈরি করে মিথ্যা প্রচার করে, গুন্ডামি করে ওরা ক্ষমতায় টিকে থাকতে চায় । এভাবে চলতে পারে না । আমাদের কোনো পার্সোনাল ইগোর ব্যাপার নেই । আমরা সঙ্ঘবদ্ধভাবে একসঙ্গে কাজ করতে চাই এটাই আমাদের বার্তা ।"

Last Updated : Apr 24, 2023, 4:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details