কলকাতা, 26 মে:চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল প্রকাশিত হয়েছে আজ ৷ সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সভাপতি মলয়েন্দু সাহা জানান, এবার 99.4 শতাংশ পড়ুয়া পাস করেছেন ৷
মেধাতালিকা অনুযায়ী জয়েন্ট এন্ট্রাস পরীক্ষায় এবার প্রথম হয়েছেন কলকাতার বোসপুকুরের বাসিন্দা মহম্মদ সাহিল আখতার ৷ তিনি দিল্লি পাবলিক স্কুলের ছাত্র ৷ দ্বিতীয় হয়েছেন লেক গার্ডেন্স এলাকার সোহম দাস ৷ তিনিও দিল্লি পাবলিক স্কুলেরই পড়ুয়া ৷
ফলাফল প্রকাশ হওয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের টপার ও সফল পরীক্ষার্থীদের টুইট বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান ৷ শুভেচ্ছা বার্তায় তিনি লেখেন,"পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা 2023-এ দেশ ও রাজ্যের টপার ও সফল পরীক্ষার্থীদের অভিনন্দন ৷ আমি খুব খুশি যে 53 শতাংশ সফল পরীক্ষার্থী পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের ৷ এই বছর সফল পরীক্ষার্থীদের মধ্যে 27.5 শতাংশই মহিলা ৷ আপনাদের চমৎকার পারফরম্যান্স আমাদের গর্বিত করেছে ৷ আমি সফল শিক্ষার্থী, তাঁদের গর্বিত অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের অভিনন্দন জানাই ৷"