কলকাতা, 20 জানুয়ারি: শুরুটা টি-টোয়েন্টির মেজাজেই করেছিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) । মাঝে লড়াইয়ে কিছুটা পিছিয়ে গিয়েছিল । ত্রিপুরায় বিধানসভার নির্ঘণ্ট ঘোষণার পর খেলা যত শেষের দিকে এগোচ্ছে, ততই আবার তৃণমূল ফিরছে পুরনো চেহারায় । একুশের বিধানসভা নির্বাচনে অভাবনীয় সাফল্য পাওয়ার পর ত্রিপুরার মসনদকে পাখির চোখ করেছিল তৃণমূল । এখন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে । প্রতিদ্বন্দ্বিতাও প্রায় শেষ ল্যাপে পৌঁছে গিয়েছে । এই অবস্থায় তেড়ে-ফুরে নামছে তৃণমূল । বিধানসভা নির্বাচনের প্রচারে ইতিমধ্যেই মেঘালয়ে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত ত্রিপুরায় পা দেননি । তৃণমূল সূত্রে খবর, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহতেই ত্রিপুরাতে ভোট প্রচারে যাবেন মমতা । ভোট প্রচারে তাঁর সঙ্গে যাওয়ার কথা রয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ।
ঘাসফুল শিবির সূত্রের খবর, তৃণমূল সুপ্রিমো বৈঠক করতে পারেন আগরতলার রবীন্দ্রভবনের কাছে । ত্রিপুরা তৃণমূল নেতৃত্বের সঙ্গে হবে সেই বৈঠক । জনসভা হওয়ার কথাও রয়েছে । ত্রিপুরার জোড়াফুল নেতৃত্বরা আরও জানাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এসে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেবেন । করবেন সাংবাদিক বৈঠক । মমতা-অভিষেকের এই সফর হতে পারে 2-3 দিনের । জানা গিয়েছে, 60টি আসনের মধ্যে 60টি আসনেই প্রার্থী দিচ্ছে তৃণমূল ।
আসন্ন তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে মেঘালয় ও ত্রিপুরাকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস । ইতিমধ্যে বার দু'য়েক মেঘালয়েও ঘুরে এসেছেন । দু'বারই তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) । এবারেও তাঁর ত্রিপুরা সফরে সঙ্গী হচ্ছেন অভিষেক । বছর দেড়েক আগে ত্রিপুরার পৌরসভা নির্বাচনে 24 শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল । তবে গত বছর উপ নির্বাচনে ফল অনেকটাই খারাপ হয় ঘাসফুল শিবিরের । তবে উপ নিবার্চনের ফল ভুলে গিয়ে পূর্ণশক্তি দিয়ে ঝাঁপাতে চাইছে তৃণমূল ।
এদিকে ত্রিপুরার বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে শুক্রবার বৈঠকে বসেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেব-সহ ত্রিপুরার পর্যবেক্ষক ছাড়াও ত্রিপুরার রাজ্য নেতৃত্ব । ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের হয়ে সাংগঠনিক দায়িত্ব রয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় । রাজ্য সভাপতি পীযূষকান্তি বিশ্বাসও ছিলেন । নির্বাচনী কমিটিতে রয়েছেন সুস্মিতা দেব ও আশিস লাল সিং । সকলকে নিয়েই এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে হাজির ছিলেন । এই দিনের বৈঠক মূলত প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে বলে জানা যাচ্ছে । এরপর দলনেত্রীর সিলমোহর করলেই সেই তালিকা ঘোষণা করা হতে পারে ৷
আরও পড়ুন:ত্রিপুরায় জিততে 2018 এর মতোই মিথ্যা প্রতিশ্রুতি বিজেপি'র, অভিযোগ তৃণমূলের