কলকাতা, 28 নভেম্বর: সোমবার শেষ বেলায় নবান্নে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । যদিও কী কারণে তাঁর নবান্নে আসা, সেই বিষয়ে কিছু জানা যায়নি ৷ তবে মনে করা হচ্ছে সামনেই রয়েছে সংসদের শীতকালীন অধিবেশন । এই অধিবেশনে বাংলার শাসক দলের অবস্থান কী হবে, তা নিয়ে আলোচনা করতেই তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নবান্নে আসা ।
প্রসঙ্গত, অন্য আরেকটি বিষয় নিয়েও জল্পনা শোনা যাচ্ছে । আগামী মাসের মাঝামাঝি মেঘালয়ে যাওয়ার কথা রয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) । মনে করা হচ্ছে, এদিন এই সফর নিয়েও দু’জনের মধ্যে আলোচনা হতে পারে । কয়েকদিন আগেই মেঘালয় সফর থেকে ফিরেছেন অভিষেক । তাঁর মেঘালয় সফরের অভিজ্ঞতা তিনি দলনেত্রীকে জানাতে পারেন বলে খবর ।
সোমবার বিকেল চারটে নাগাদ অভিষেক গিয়েছিলেন নবান্নে । থেকেছিলেন প্রায় 1 ঘণ্টা । বিশেষ সূত্রের খবর, স্বয়ং মুখ্যমন্ত্রীই নবান্নে ডেকেছিলেন অভিষেককে । আগামী 7 ডিসেম্বর থেকে শুরু হবে সংসদের শীতকালীন অধিবেশন (Parliament Winter Session) । তা নিয়েই দু'জনের মধ্যে বেশ কিছুক্ষণ বিশেষ আলোচনা হয়েছে । পরে দুজনেই একসঙ্গে নবান্ন ছাড়েন ।
উল্লেখ্য, মঙ্গলবারই 3 দিনের সুন্দরবন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী । হিঙ্গলগঞ্জে গাছ পুজো করবেন তিনি । এই সফরেই আলাদা জেলা হিসেবে তিনি ঘোষণা করতে পারেন সুন্দরবনকে । এখানে উল্লেখ করা প্রয়োজন সুন্দরবন রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার 19টি ব্লক নিয়ে । এর মধ্যে 13টি ব্লক পড়ে দক্ষিণ 24 পরগনায় । 6টি ব্লক পড়ে উত্তর 24 পরগনায় । দক্ষিণ 24 পরগনার 13টি ব্লক নিয়ে হবে সুন্দরবন জেলা । আর উত্তর 24 পরগনার 6টি ব্লক নিয়ে হবে বসিরহাট জেলা । এই জেলা ভাগ নিয়েও মমতা-অভিষেকের বৈঠকে আলোচনা হয়ে থাকতে পারে বলে জল্পনা ৷
আরও পড়ুন:বাহুবল নয়, সংগঠনের জোরে বীরভূমে ভোটে জয়ে জোর দিতে বার্তা অভিষেকের