পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মকর সংক্রান্তি উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা মমতা-অভিষেকের

Makar Sankranti 2024: আজকের দিনে পুণ্য অর্জনের জন্য গঙ্গাসাগরে জমা হন লাখো লাখো পুণ্যার্থী। মকর সংক্রান্তি উপলক্ষে রাজ্যবাসীকে সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এক্সে রাজ্যবাসীকে পিঠে-পুলি উৎসবের শুভেচ্ছা জানালেন ৷

রাজ্যবাসীকে শুভেচ্ছা মমতা-অভিষেকের
Makar Sankranti 2024

By ETV Bharat Bangla Team

Published : Jan 15, 2024, 2:25 PM IST

কলকাতা, 15 জানুয়ারি:সোমবার মকর সংক্রান্তি ৷ আজকের দিনে পুণ্য অর্জনের জন্য গঙ্গাসাগরে জমা হন লাখো পুণ্যার্থী। আজও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ গঙ্গাসাগরে এসে পুণ্যস্নান করছেন। শুধু গঙ্গাসাগর নয় রাজ্যের বিভিন্ন প্রান্তে একইভাবে চলছে মকর সংক্রান্তি উদযাপন। আর এই মকর সংক্রান্তি উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে মকর সংক্রান্তিতে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রত্যেক বছর গঙ্গাসাগর উপলক্ষে ভিন রাজ্য তথা বিদেশ থেকেও প্রচুর মানুষ আসেন। রাজ্য সরকারের তরফ থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তীর্থযাত্রীরা, যাতে পুণ্য স্নান করতে পারেন তার জন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে। এবছরও গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে সম্পাদন করতে বহু আগে থেকে ময়দানে নেমেছিল রাজ্য সরকার। রাজ্যের একাধিক মন্ত্রী প্রথম সারির আমলা পুলিশ আধিকারিকরা গঙ্গাসাগরে উপস্থিত থেকে যাতে এই বিশাল কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পাদন করা যায় তার সব ধরনের প্রয়াস চালান।

এখনও পর্যন্ত রাজ্য প্রশাসনের তরফ থেকে যা খবর ইতিমধ্যেই এক কোটির কাছাকাছি মানুষ এবছর গঙ্গাসাগরের এসেছেন। এখনও পর্যন্ত সাগর মেলায় তেমন বিশৃঙ্খলার খবর নেই। এই অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রাজ্যবাসীকে সোশাল মিডিয়ায় মকর সংক্রান্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "পিঠে-পুলির মিষ্টি যখন আপনাদের সমস্ত ঘরগুলিকে আনন্দ সমৃদ্ধিতে ভরিয়ে তোলে তখন সূর্যের উষ্ণতা সমস্ত নেতিবাচকতাকে দূরে নিয়ে যাক। আসুন আমরা সবাই মিলে নতুন ঋতুকে স্বাগত জানাই।"

তিনি আরও লিখেছেন, "ভুলে গেলে চলবে না বাংলার সংস্কৃতিতে পিঠে-পুলি একটা অবিচ্ছেদ্য অংশ সেই জায়গা থেকে এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করা হয়।" এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছার মাধ্যমে আদতে সে কথাই আরও একবার তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন:

  1. ঘন কুয়াশা ও কনকনে শীতকে উপেক্ষা করে গঙ্গাসাগরে চলছে সংক্রান্তির পুণ্যস্নান
  2. সংক্রান্তির প্রাক্কালে বেনারসের আদলে মহাসাগর আরতি গঙ্গাসাগরে, দেখুন ভিডিয়ো
  3. গঙ্গাসাগরে নাশকতার ছক প্রতিরোধে প্রস্তুত অ্যান্টি টেররিস্ট স্কোয়াড

ABOUT THE AUTHOR

...view details