কলকাতা, 27 সেপ্টেম্বর: আবারও জনসংযোগে জোর তৃণমূল কংগ্রেসের । এ বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি যোগাযোগের সুযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে । হোয়াটসঅ্যাপ চ্যানেলে আজ থেকে আত্মপ্রকাশ করলেন তাঁরা দু'জন । আর তা করার ঠিক এক ঘণ্টার মধ্যেই তাঁদের সাবস্ক্রাইবারের সংখ্যা 3000 ছাড়িয়ে গেল ৷
সম্প্রতি দেশের অন্যতম জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ তাদের নতুন ফিচার নিয়ে এসেছে । এ বার থেকে হোয়াটসঅ্যাপেও নতুন চ্যানেল তৈরি করা যাচ্ছে । ইতিমধ্যেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর হোয়াটসঅ্যাপ চ্যানেলে আত্মপ্রকাশ করার পর তার সাবস্ক্রাইবার 50 লক্ষ ছাড়িয়ে গিয়েছে । এ বার নিজের চ্যানেল তৈরি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাৎপর্যপূর্ণ বিষয় হল, চ্যানেল তৈরির প্রথম এক ঘণ্টাতেই সাবস্ক্রাইবারের সংখ্যা 3000 ছাড়ালো দু'জনেরই ।