কলকাতা, 21 ডিসেম্বর: 'বিভেদ বড়ই ভয়ংকর । একতাই আমাদের শক্তি ।' বুধবার অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনা করার পর সেন্ট জেভিয়ার্স কলেজে গিয়ে এই বার্তাই দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রসঙ্গত, প্রত্যেক বছর বড়দিনের উৎসবের সূচনাতেই অ্যালেন পার্কের পাশাপাশি সেন্ট জেভিয়ার্সেও যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবারও তার ব্যতিক্রম হয়নি । এদিন সেন্ট জেভিয়ার্স স্কুলে ফাদার এবং ছাত্র-ছাত্রীদের সঙ্গে বড়দিনের উৎসবের শুভেচ্ছা বিনিময় করে মুখ্যমন্ত্রী শান্তি এবং একতার কথা বলেন (Mamata Banerjee amplifies unity message ) ।
অ্যালেন পার্কে এদিন ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমাদের ধর্ম আলাদা আলাদা হতেই পারে । কিন্তু উত্সবের দিনগুলিতে আমরা সবাই এক । এই কারণেই আমি বারবার বলি, 'ধর্ম যার যার নিজের, তবে উৎসব সবার' । এদিন তিনি আরও বলেন, "বাংলা বিভাজনে বিশ্বাস করে না । বঙ্গবাসী বিশ্বাস করে মিলনের সংস্কৃতিতে ।"
এদিন মমতা বলেন, "যীশু খ্রিস্ট বলেছিলেন, প্রান্তিক-দরিদ্র সকল মানুষকেই উপেক্ষা না-করে কাছে টানতে হবে । কর্মজীবনে সেই বাণী তিনি অনুসরণ করেই সর্বস্তরের মানুষের জন্য কাজ করে চলেছেন । স্পষ্টভাষায় মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, বিভাজন কখনও কাম্য হতে পারে না । একতাই শক্তি । সকলে একসঙ্গে থাকলেই সমাজ শক্তিশালী হবে ।
আরও পড়ুন: গঙ্গাসাগর মেলার দিনগুলোতে কি বড় ষড়যন্ত্রের আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী ? কেন বললেন এ কথা !