কলকাতা, 25 ডিসেম্বর:সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ৷ বড়দিনের মাঝরাতে ক্যাথিড্রাল চার্চে প্রার্থনা করলেন তিনি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তাঁর মেয়ে ৷ এরপর ফেসবুকে তিনি লেখেন, "আজ মধ্যরাতে আমি কলকাতার ক্যাথিড্রালে গিয়েছিলাম ৷ প্রত্যেকের মঙ্গল কামনায় প্রার্থনা করেছি ৷ ক্রিসমাস আনন্দের সময় ৷ অন্ধকার দিনের মাঝে বাংলার উজ্জ্বল আলো যেন আশা দেখাতে পারে ৷ ঈশ্বর আমাদের সাহস দিন, সুস্বাস্থ্য, শান্তি এবং সমৃদ্ধি দিন ৷"
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ৷ যিশুখ্রিস্টের জন্মদিনও সেই তালিকা থেকে বাদ যায় না ৷ দীর্ঘদিন ধরেই বড়দিনের মাঝরাতে ক্যাথিড্রাল চার্চে যেতে দেখা যায় তাঁকে। এবার তাঁর পাশে দেখা গেল তৃণমূল সাংসদ (Trinamool Congress MP Abhishek Banerjee) তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর মেয়ে আজানিয়াকেও ৷ তিনি সামাজিক মাধ্যমে ক্যাথিড্রালে তাঁর মুহূর্তগুলির ছবি পোস্ট করেন ৷ পোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন ৷ সেখানে উপস্থিত অন্যদের সঙ্গেও কথা বলেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee in St Paul's Cathedral) ৷