কলকাতা, 16 অক্টোবর : ছটপুজো পড়েছে রবিরার ৷ তাই সোমবার (4 নভেম্বর) বাড়তি একদিন ছুটি দেওয়া হবে ৷ আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
ছটপুজোয় বাড়তি ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর - দুর্গাপুজো
ছটপুজোয় বাড়তি ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ যদিও ছুটির দিন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ৷
চলতি বছর দুর্গাপুজো ষষ্ঠী ও সপ্তমী পড়েছিল যথাক্রমে শনিবার ও রবিবারে ৷ সে জন্য 10 ও 11 অক্টোবর বাড়তি ছুটির ঘোষণা করে রাজ্য সরকার ৷ লক্ষ্মীপুজোও রবিবার পড়েছিল ৷ সে জন্য 13 অক্টোবর অতিরিক্ত একটি ছুটির ঘোষণা করা হয় ৷ একইভাবে কালীপুজো রবিবার পড়ায় পরদিন অর্থাৎ 28 অক্টোবর একটি ছুটি মঞ্জুর করা হয় ৷ আর এবার ছটপুজোর ক্ষেত্রেও একই ঘোষণা সরকারের ৷
রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, "এবার বেশিরভাগ ছুটির দিনগুলি রবিবার পড়েছে ৷ ছটপুজোও রবিবার পড়েছে বলে আমরা সোমবার অতিরিক্ত একটি ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ৷" যদিও 2018 সালের 5 নভেম্বর অর্থ দপ্তর যে বিজ্ঞপ্তি জারি করেছিল, তাতে 2 নভেম্বর (শনিবার) ছটপুজো উপলক্ষ্যে ছুটি দেওয়া হয়েছে ৷ অথচ আজ মুখ্যমন্ত্রী জানান, রবিবার ছটপুজো পড়েছে ৷ আর সে জন্য সোমবার বাড়তি ছুটি দেওয়া হচ্ছে ৷ যদিও এখনও পর্যন্ত সরকারের তরফে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি ৷