কলকাতা, 21 অগস্ট:আবার যাদবপুর কাণ্ডে মুখ্যমন্ত্রীর নিশানায় বাম এবং অতি বাম । মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় সিপিএম ।
প্রসঙ্গত, সোমবার ছিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম এবং মুয়াজ্জিনদের সম্মেলন। সেখানে আমন্ত্রিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রধান অতিথি হিসেবে ওই অনুষ্ঠানে যোগ দিয়ে আরও একবার যাদবপুর কাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় । এ দিন অতি বাম সংগঠনকে যাদবপুর কাণ্ডে নিশানা করলেও তাঁর আক্রমণের মূল লক্ষ্য ছিল সিপিএম ।
সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আগে যাদবপুর নিয়ে আমরা গর্ববোধ করতাম । অথচ সিপিএমের ইউনিয়ন একটা ছেলেকে মেরে ফেলল । এরা জীবনে বদলাবে না ।"
প্রসঙ্গত, প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বেহালায় গিয়ে প্রথম যাদবপুর কাণ্ড নিয়ে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সে সময় যাদবপুরের ছাত্রমৃত্যু নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রাজ্যবাসীর গর্বের বিশ্ববিদ্যালয় যাদবপুর এখন আতঙ্কপুরে পরিণত হয়েছে । তিনি বলেছিলেন, কিছু আগমার্কা সিপিএম গ্রাম থেকে আসা ছাত্রছাত্রীদের উপর অত্যাচার চালায় । তিনি এও বলেছিলেন যে, যেভাবে ঘটনাটি ঘটেছে তাতে তিনি স্তম্ভিত । অন্যত্র যেতে চাইলেও যাদবপুরে যেতে চান না অনেকেই ।