কলকাতা, 29 মে : কলাইকুণ্ডাতে প্রধানমন্ত্রীর বৈঠকে থাকতে পারেননি ৷ তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি ৷ আজ নবান্নে সেই সমালোচনার জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘আমার ও আমার মুখ্যসচিবের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে ৷’’
গতকাল কলাইকুণ্ডায় ঘূর্ণিঝড় যশের পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় যোগ দেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যা নিয়ে শুরু হয় সমালোচনা ৷ অগ্রণী ভূমিকা নেয় বিজেপি তথা কেন্দ্রীয় সরকার ৷ প্রশ্ন তোলা হয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় মমতার দায়বদ্ধতা নিয়েও ৷ আর এবার ঠিক এই ইস্যুতে কেন্দ্র তথা বিজেপি সরকারকে কটাক্ষ করলেন মমতা ৷ অভিযোগ করলেন, তাঁর ও মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে ৷
আজ নবান্নে সাংবাদিক বৈঠকের প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তাঁকে অপমান করার চেষ্টা চলছে ৷ কেন্দ্র প্রতিহিংসা পরায়ণ মনোভাব দেখাচ্ছে ৷ এরপর মমতা জানান, তাঁর কর্মসূচি আগে থেকে ঠিক করা ছিল ৷ প্রধানমন্ত্রীর সফরসূচি হঠাৎ করে ঠিক করা হয়েছে ৷ তাছাড়া আবহাওয়া খারাপ থাকায় কপ্টার ওড়ার সমস্যা থাকায় দ্রুত কলাইকুণ্ডা ছেড়ে দিঘা পৌঁছানোর তাড়া ছিল তাঁর ৷ তাই বৈঠকে থাকতে পারেননি ৷