পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Accuses CBI: বাঁকুড়ায় অভিষেক, অথচ তাঁর বাড়িতে নোটিশ দিতে গিয়ে হুমকি দেয় সিবিআই; অভিযোগ মমতার - Mamata Accuses CBI

অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময় বাঁকুড়ায় ছিলেন ৷ অথচ তাঁর নামে নোটিশ দিতে গিয়ে তাঁর বাড়িতে হুমকি দেয় সিবিআই ৷ অরবিন্দ কেজরিওয়ালের পাশে বসে এই অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Mamata Banerjee
Mamata Banerjee

By

Published : May 23, 2023, 7:43 PM IST

কলকাতা, 23 মে:মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানকে পাশে নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

প্রসঙ্গত, এ দিন সাংবাদিক সম্মেলনে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুর্ব্যবহার নিয়ে সরব হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল । তাঁর পাশাপাশি এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নোটিশ দিতে গিয়ে সিবিআই দুর্ব্যবহার করেছে । নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেককে তলব করেছিল সিবিআই । এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, সিবিআই অফিসাররা সেই নোটিশ দিতে গিয়ে হুমকি দিয়ে এসেছেন অভিষেকের বাড়িতে ৷

মুখ্যমন্ত্রীর অভিযোগ, "আড়াইটের সময় অভিষেকের বাড়িতে হানা দেয় সিবিআই । তখন বাড়িতে ছিলেন না অভিষেক । ছিলেন বাঁকুড়াতে । তারপরেও সিবিআই আধিকারিকরা হুমকি দিয়ে বলেন, এখনই নোটিশ নিতে হবে । না হলে কাল দেখতে পাবেন কী হয় ।" এ দিন মুখ্যমন্ত্রী দাবি করেছেন, দেশজুড়ে এজেন্সি রাজ চলছে । কেন্দ্রীয় সরকার এজেন্সিকে ভরসা করে সরকার চালাচ্ছে ।

মমতার কথায়, "সিবিআই কী মনে করে, আমরা ওদের বনডেড লেবার ! ওরা কী ভাবে, আমরা ওদের চাকর-বাকর !" এ দিন এই ইস্যু নিয়ে কেন্দ্রকেও আক্রমণ করেছেন মমতা । তিনি বলেন, "ইগোর একটা লিমিট থাকে । আমরা এখন চিন্তায় আছি, কখন না সংবিধান বদলে দেওয়া হয় । ওরা চাইছে দেশের নাম ওদের নামে করতে । এ রকম ভাবে দেশ চলতে পারে না ।"

বিরোধীদের এই প্রসঙ্গে বার্তা দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন, "আজকে আমরা এই কথা বুঝতে না পারলে দেশের মানুষ আমাদের ক্ষমা করবে না ।" একইসঙ্গে এ দিন মণিপুর প্রসঙ্গও টেনে এনেছেন বাংলার মুখ্যমন্ত্রী । তাঁর কথায়, মণিপুরেও প্রতিদিন রক্তপাত হচ্ছে । কিন্তু কোনও নেতার সময় নেই সেখানে যাওয়ার । এখনও লোকেরা সেখানে বাইরে বের হতে পারছে না । কিন্তু বিজেপির নেতারা বড় বড় কথা বলছেন ।

মঙ্গলবার বিজেপি নেতাদের বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ ব্যবহারের অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর কথায়, এখন সরকার অফ দ্য এজেন্সি, ফর দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি হয়ে গিয়েছে । সরকার অফ দ্য বুলডোজার, ফর দ্য বুলডোজার, বাই দ্য বুলডোজার হয়ে গিয়েছে । বিজেপির সরকারকে হারাতে সবাইকে একজোট হওয়ার ডাক দেন বাংলার মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন:চব্বিশের আগে রাজ্যসভায় বিজেপিকে হারানোর সুযোগ এসেছে, কেজরির পাশে থেকে বিরোধীদের বার্তা মমতার

ABOUT THE AUTHOR

...view details