পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নন্দীগ্রাম থেকে আমি ভোটে দাঁড়াবই : মমতা

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Jan 18, 2021, 1:22 PM IST

Updated : Jan 18, 2021, 1:58 PM IST

13:57 January 18

শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর এই প্রথম শুভেন্দুর গড়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । 2015-র পর তিনি ফের নন্দীগ্রামে । সখানে তেখালি গোকুলনগরে সভা থেকে বক্তব্য রাখছেন তিনি ।

  • নন্দীগ্রাম থেকে আমি ভোটে দাঁড়াবই । তবে ভবানীপুরকেও অবহেলা করলেন না তিনি ।

13:50 January 18

  • আমি যদি নন্দীগ্রাম থেকে দাঁড়াই তাহলে কেমন হয় । বক্সিকে বলব, নন্দীগ্রামে আমার নাম যেন থাকে ।
  • নন্দীগ্রাম থেকে শুরু হল জেতার পালা
  • নন্দীগ্রামের শহিদদের ভুলিনি, ভুলব না ।

13:47 January 18

  • শহিদ পরিবারকে মাসিক হাজার টাকা পেনশন ।
  • পানীয় জলের জন্য দেড় হাজার কোটির প্রকল্প
  • নন্দীগ্রামে বাড়ি বাড়ি জল পৌঁছাবে ।
  • সব হোয়াটস অ্যাপ বিশ্বাস করবেন না । বিজেপি ফেক ও ভেক দল । পুলওয়ামা বিজেপির গেম প্ল্যান ছিল ।

13:38 January 18

  • ওয়াশিং পাউডার ভাজপা । কালো টাকা সাদা করতেই বিজেপিতে যোগদান ।
  • যারা চলে গেছ, ভালো করেছ । তোমরা প্রধানমন্ত্রী হও । শুভেচ্ছা রইল । বাংলাকে বিক্রি করতে যেও না ।
  • তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয়েছিল , যারা ছেড়ে যাচ্ছ তারা কেউ তখন ছিল না ।

13:33 January 18

  • নন্দীগ্রাম আন্দোলনের জায়গা নয় । স্যালুট করার জায়গা ।
  • নন্দীগ্রামের সঙ্গে আমার আত্মার টান ।
  • নন্দীগ্রাম আন্দোলন নিয়ে অনেকে বড় বড় কথা বলছে ।

13:28 January 18

  • নন্দীগ্রাম আন্দোলনে আপনাদের অবদান রয়েছে

13:27 January 18

  • নন্দীগ্রাম আমার অন্তরে আছে ।
  • তেখালিতে আমার গাড়িতে গুলি লেগেছিল । আন্দোলন তৈরি হয়েছিল সিঙ্গুর থেকে । নয়াচারে জমি নিয়ে নন্দীগ্রাম আন্দোলন শুরু । পেট্রল বোমা দিয়ে আমায় জ্বালানোর চেষ্টা হয়েছিল । স্মৃতিচারণায় মমতা বন্দ্যোপাধ্যায় ।

13:07 January 18

  • সভায় নেই শিশির অধিকারী ও দিব্যোন্দু অধিকারী ।
  • প্রত্যেক নিখোঁজের পরিবারকে চার লাখ টাকা অনুদান তুলে দিলেন ।
Last Updated : Jan 18, 2021, 1:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details