কলকাতা, 26 এপ্রিল: উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে পুলিশের উপর আক্রমণের ঘটনার কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, বিজেপি বিহার থেকে লোক নিয়ে এসে কালিয়াগঞ্জে পুলিশের আক্রমণ হয়েছে ৷ রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করাই বিজেপির উদ্দেশ্য ৷ এই নিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷
প্রসঙ্গত, গত শুক্রবার থেকে উত্তপ্ত উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ৷ সেদিন সকালে ওই থানা এলাকায় এক কিশোরীর মৃতদেহ উদ্ধার হয় ৷ পরিবারের তরফে অভিযোগ করা হয় যে ওই কিশোরীকে গণধর্ষণের পর খুন করা হয়েছে ৷ এই নিয়ে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সরব হয় পরিবারের সদস্য ৷ দেহ আটকে বিক্ষোভ হয় ৷ দেহ উদ্ধারে গিয়ে আক্রান্ত হয় পুলিশ ৷ পরে মৃতদেহ উদ্ধার নিয়ে বিতর্ক তৈরি হয় ৷
এই নিয়েও এদিন প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কথায়, মৃতদেহ ওইভাবে নিয়ে যাওয়া উচিত হয়নি ৷ কিন্তু পাথর ছোড়া হচ্ছিল তো ৷ এই জায়গায় ভুল হয়েছে ৷ সেই কারণে সাসপেন্ড করা হয়েছে চারজনকে ৷ পরে সেগুলো পর্যালোচনা করা হবে ৷