কলকাতা , 2 অক্টোবর : মহাত্মা গান্ধির 150 তম জন্মবার্ষিকীতে একাধিক টুইট করে শ্রদ্ধা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রী আজ সকালে টুইট করেন, "মহাত্মা গান্ধিজির 150তম জন্মবার্ষিকীতে জানাই প্রণাম । আজ আমরা মেয়ো রোডে গান্ধিমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে এই দিনটি উদযাপন করব । বেলেঘাটায় গান্ধি ভবনের সংস্কার করেছে বাংলার সরকার । সেই ভবনেরও আজ উদ্বোধন হবে । "
টুইটে মমতা আরও লেখেন, "বাংলা সরকার যথাযথ ভাবে গান্ধিজয়ন্তী উদযাপন করছে ৷ বাংলা সরকার আজ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছে ৷"