কলকাতা , 11 জুলাই : UGC-র জারি করা নির্দেশিকা পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দুই পাতার চিঠিতে কোরোনা পরিস্থিতির কথা উল্লেখ করেছেন ৷ এবং এই পরিস্থিতিতে স্নাতকোত্তর স্তরে ফাইনাল সেমেস্টার পরীক্ষা নেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ।
পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর
দুই পাতার চিঠিতে কোরোনা পরিস্থিতিতে স্নাতকোত্তর স্তরে ফাইনাল সেমেস্টার পরীক্ষা নেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ।
মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সঙ্গে আলোচনা করে গত সপ্তাহে নতুন গাইডলাইন জারি করেছে UGC । এই গাইডলাইনে বলা হয় সেপ্টেম্বরে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির ফাইনাল পরীক্ষা নেওয়া হবে । এই পরীক্ষা অনলাইন হতে পারে বা শিক্ষা প্রতিষ্ঠানেও হতে পারে । জানা গেছে, UGC-র এই গাইডলাইনের তীব্র বিরোধিতা করে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় । বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন উপাচার্যরা । রাজ্যপালকেও তাঁরা জানান আপত্তির কথা । রাজ্যের শিক্ষাসচিব উপাচার্যদের পাশে দাঁড়িয়ে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রককে চিঠি দিয়ে UGC-র গাইডলাইন নিয়ে আপত্তি জানান ।
এবারে বিষয়টিতে সরাসরি হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী । প্রধানমন্ত্রীকে চিঠি লিখে তিনি জানিয়েছেন, "ছাত্র-ছাত্রীরা দেশের ভবিষ্যৎ । তাঁদের অগ্রাধিকার দেওয়া প্রশাসনের দায়িত্ব । বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা নিলে বিপদের আশঙ্কা বেড়ে যাবে । সবদিক দেখে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত যেন পুনর্বিবেচনা করা হয় । পরীক্ষা নিয়ে রাজ্য শিক্ষা দপ্তর এককভাবে সিদ্ধান্ত নেয়নি । ছাত্র-ছাত্রী, অভিভাবক, অধ্যাপক সকলের সঙ্গে আলোচনা করেই বিকল্প পথ বের করেছে । "