কলকাতা , 5 ডিসেম্বর : ফের রাজ্যপালের ভূমিকা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নাম না করে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন তিনি ৷ বললেন, রাজ্যপালকে সামনে রেখে সমান্তরাল প্রশাসন চালানো হচ্ছে ৷ আজ একটি বেসরকারি বাণিজ্য সম্মেলনে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্যের সর্বত্র সমান্তরাল সরকার চলছে । রাজ্যপালকে দিয়ে সমান্তরাল প্রশাসন চালানো হচ্ছে । লড়াই চলতে থাকুক দেখি কী হয় ।"
এরাজ্যের মানুষের কাছে রাজ্যপাল-রাজ্য সংঘাত এখন পরিচিত ঘটনা হয়ে উঠেছে ৷ কখনও রাজ্যপাল আবার কখনও রাজ্য সরকারের কোনও প্রতিনিধি একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন ৷ আজ বিধানসভার গেট বন্ধ দেখে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের বিরুদ্ধে ফের আক্রমণ করেন রাজ্যপাল ধনকড় ৷ এরাজ্যে গণতন্ত্র নেই বলেও মন্তব্য করেন তিনি ৷ তাঁকে গেটের বাইরে প্রায় 18 মিনিট দাঁড়িয়ে থাকতে হয় ৷ বিধানসভা গেটে যখন রাজ্যপাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় তুলছেন তখন শহরে বেসরকারি এক বাণিজ্য সম্মেলনে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী । সেখানে তিনিও রাজ্যপালের বিরুদ্ধে পালটা আক্রমণ করেন ৷