পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সংসদ ভবন তৈরির টাকা কৃষকদের দেওয়া উচিত ছিল : মমতা

কৃষি আইনের বিরুদ্ধে এখনও বিক্ষোভ দেখাচ্ছে কৃষক সংগঠনগুলি । তাদের পাশে দাঁড়িয়ে মেয়ো রোডে দলের ধরনা কর্মসূচিতে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

mamata banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Dec 10, 2020, 4:58 PM IST

Updated : Dec 10, 2020, 6:43 PM IST

কলকাতা, ১০ নভেম্বর : কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের আন্দোলনের পাশে রয়েছেন বলে আগেই জানিয়েছিলেন । কৃষক সংগঠনগুলির সঙ্গে কথা বলতে পাঠিয়েছিলেন ডেরেক ও'ব্রায়েনকে । এবার কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মেয়ো রোডে দলের ধরনা কর্মসূচিতে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

তিনি বলেন, কৃষি আইনের প্রতিবাদে একজোট হওয়া প্রয়োজন । কারণ নতুন কৃষি আইনে বঞ্চিত হবে কৃষকরা । মনে করিয়ে দেন তাঁর ২৬ দিন অনশনের কথা । বলেন, "জোর করে জমি কেড়ে নেওয়া, আমাদের উপর অত্যাচার সেসব দিন ভুলিনি" ।

আজই নতুন সংসদ ভবনের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী । সেই প্রসঙ্গ তুলে তিনি বলেন, সংসদ ভবন তৈরির টাকা কৃষকদের দেওয়া উচিত ছিল । বলেন, "আমরা কৃষকদের পাশে রয়েছি ।" কেন্দ্রের তিনটি আইনই কৃষকবিরোধী বলে উল্লেখ করেন তিনি ।

কৃষি আইনের পাশাপাশি সিএএ নিয়ে আন্দোলনের কথা মনে করিয়ে বলেন, "সিএএ নিয়ে পথে নেমেছিলাম । এখনও এই আইন বাতিল হয়নি । সুযোগ পেলেই কাজে লাগাবে ।" সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, "কখন আপনার ধান কেড়ে নিয়ে যাবে বুঝতেও পারবেন না ।"

কৃষি আইন বাতিলের দাবিতে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে কৃষক সংগঠনগুলি । কেন্দ্রীয় সরকারের তরফে আইন সংশোধনীর প্রস্তাব দেওয়া হলেও তা ফিরিয়ে দিয়েছেন তারা । তাদের একটাই দাবি, কৃষি আইন প্রত্যাহার করতে হবে । এবার তাদের সেই আন্দোলনের পাশে দাঁড়িয়ে মেয়ো রোডে ধরনায় বসল তৃণমূল কংগ্রেস ।

Last Updated : Dec 10, 2020, 6:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details