ঝাড়গ্রাম, 6 অক্টোবর : কেন্দ্রীয় সরকার যদি আয়ুষ্মান ভারত প্রকল্প পশ্চিমবঙ্গে চালু করতে চায় তাহলে করতেই পারে ৷ এতে রাজ্যের আপত্তি নেই ৷ তবে প্রকল্পের 100 শতাংশ টাকা কেন্দ্রকেই দিতে হবে ৷ খড়গপুরে প্রশাসনিক সভা থেকে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে দিচ্ছে না রাজ্য সরকার । এর ফলে রাজ্যের বাসিন্দারা বঞ্চিত হচ্ছে । বারবার এই অভিযোগ তুলে সরব হয়েছে BJP । আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প রাজ্যে চালু করতে চাইলে করুক, রাজ্যের আপত্তি নেই ৷ তবে সম্পূর্ণ টাকা কেন্দ্রকেই দিতে হবে ৷ তিনি বলেন, "আমাদের স্বাস্থ্যসাথী প্রকল্প অনেক আগে থেকেই আছে ৷ রাজ্যে নতুন করে এমন প্রকল্পের দরকার নেই ৷ স্বাস্থ্যসাথীর 100 শতাংশ টাকা রাজ্য দিচ্ছে ৷ কিন্তু যদি আয়ুষ্মান ভারত প্রকল্প এখানে চালু করতে চায় তাহলে কেন্দ্রীয় সরকারকে এই প্রকল্পের সম্পূর্ণ টাকা দিতে হবে ৷ এতে রাজ্যের কোনও আপত্তি নেই ৷"