কলকাতা, 25 মে: জরায়ু থেকে ম্যালিগন্যান্ট টিউমার বাদ দিয়ে অসাধ্য সাধন করল কলকাতার এক বেসরকারি হাসপাতাল । নিজের রুটিন চেকআপের জন্য হাসপাতালে এসেছিলেন 51 বছরের দেবযানী দে । তিনি নিজেও জানতেন না তাঁর জরায়ুতে 4 কেজি ওজনের একটি টিউমার রয়েছে । টিউমারটি মলদ্বার, সিগময়েড কোলন, মূত্রাশয়, ও ডিস্টাল ইউরেটারের মধ্যে ঢুকে পড়েছিল । এই অবস্থায় অস্ত্রোপচার করা ছাড়া আর কোনও উপায় ছিল না চিকিৎসকদের কাছে । চিকিৎসকরা জানাচ্ছেন, এই সার্জারিতে টিউমার, মূত্রাশয়, মলদ্বার ও ভার ডিস্টাল ইউরেটারের একটি অংশ বাদ দেওয়ার প্রয়োজন ছিল । এই ধরনের রোগকে সাধারণত ডাক্তারি ভাষায় বলা হয়ে থাকে ইউটেরাইন লেইওমাইওসার্কোমা ।
আট ঘণ্টা ধরে চলা এই ম্যারাথন সার্জারিতে, সার্জিকাল ক্যান্সার বিশেষজ্ঞদের একটি দল সফলভাবে টিউমারের একটি ওপেন ব়্যাডিকাল এন ব্লক রিসেকশন করেন । এই সার্জারিতে জড়িত সব অঙ্গগুলিকে ন্যূনতম রক্তপাতের সঙ্গে কেটে বাদ দেওয়া হয় । জানা গিয়েছে, এই লেইওমাইওসার্কোমা সাধারণত 45 থেকে 53 বছরের মহিলাদের মধ্যে হয়ে থাকে । জরায়ুর ক্যানসারের 3 থেকে 7 শতাংশ কারণ হয় এই রোগ । জরায়ুর ক্যানসারগুলির মধ্যে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় এন্ডোমেট্রিয়াল ক্যানসার । কিন্তু এক্ষেত্রে দেখা গিয়েছে এন্ডোমেট্রিয়াল ক্যানসারের থেকে একেবারে আলাদা এবং তা থাইরয়েড ম্যালিগন্যান্সির সঙ্গে সম্পর্কযুক্ত নয় এমন জটিল সমস্যা । জটিল এই অপারেশনে নেতৃত্ব দিয়েছিলেন ডাঃ সুপ্রতিম ভট্টাচার্য ও সার্জিকাল অঙ্কোলজির কনসালটেন্ট, ডাঃ অমিত চোরাবিয়া ।
এই বিষয়ে সুপ্রতিম ভট্টাচার্য বলেন, "এই জটিল কেসে দলগতভাবে কাজ করার প্রয়োজন ছিল । রোগী সেরে ওঠায় আমি অত্যন্ত আনন্দিত । অপারেশনের পর পাঁচদিন দেবযানীকে পর্যবেক্ষণে রেখে তারপর ছেড়ে দেন চিকিৎসকরা ।" তবে তিনি অত্যাধুনিক সুযোগ সুবিধাকেও ধন্যবাদ দিয়েছেন । এই বেসরকারি হাসপাতালের সার্জিকাল অঙ্কোলজির কনসালটেন্ট, ডাঃ অমিত চোরারিয়া জানান, হাসপাতাল, রোগীর লড়াকু মনোভাবের দলগত লড়াই কাজে এসেছে । জটিল চিকিৎসায় নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে দেবযানী বলেন, "আমি হাসপাতালের কর্মীদের অবিরাম যত্ন আর মনোযোগের জন্য আর আমাকে আমার স্বাস্থ্য আর জীবনের মান ফিরিয়ে দেওয়ায় সাহায্য করার জন্য তাদের কাছে সত্যিই কৃতজ্ঞ ।" ভবিষ্যতে এরকমভাবেই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।
Complicated Surgery: 8 ঘণ্টার অস্ত্রোপচারে জরায়ু থেকে বাদ ম্যালিগন্যান্ট টিউমার, সাফল্য কলকাতার হাসপাতালের - ম্যালিগন্যান্ট টিউমার
নিজের অজান্তেই শরীরে বাসা বেঁধেছিল বিশাল এই রোগ ৷ এরপর রুটিন চেকআপেই তা ধরা পড়ে ৷ দীর্ঘ আট ঘণ্টার অপারেশনে সাফল্য পায় কলকাতার একটি বেসরকারি হাসপাতাল ৷
জটিল অস্ত্রোপচার